রাত ১২টার পর am নাকি pm - সকালে am নাকি pm
Am ও Pm বলতে বোঝায় পূর্ব মধ্যাহ্ন। লক্ষ্য করে দেখুন ঘড়ির কাটায় AM ও PM এই দুইটি শব্দ দেওয়া রয়েছে। আপনারা যারা এম এবং পিএম এর মানে বোঝেন না তাদের জন্য আজকের এই পোস্টটি। আজকের এই পোস্টে আমরা রাত ১২টার পর am নাকি pm - সকালে am নাকি pm এবং Am pm এর পূর্ণরূপ কি সে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আপনি যদি আজকের এই পোস্টটি সম্পূর্ণ দেখেন তাহলে রাত ১২টার পর am নাকি pm - সকালে am নাকি pm সম্পর্কে বুঝতে পারবেন। আমরা সত্যি মাঝে মাঝে am এবং pm গুলিয়ে ফেলি, am মানে সকাল নাকি রাত বুঝতে পারি না। আজকের এই পোস্টটি সম্পূর্ন দেখলে আপনি আর কখনোই এম ও পিএম ভুলে যাবেন না। চলুন ঝটপট দেখে আসি Pm এর পূর্ণরূপ কি, Am pm এর বাংলা অর্থ কি।
Am pm এর পূর্ণরূপ কি
এম বলতে বোঝায় পূর্ব মধ্যাহ্ন এবং পিএম বলতে বোঝায় উত্তর মধ্যাহ্ন। Meridies একটি ল্যাটিন শব্দ। Meridies থেকে এই ল্যাটিন শব্দ এএম ও পিএম এসেছে। এ এম বলতে বোঝায় গভীর রাতকে এবং পিএম বলতে বোঝায় দুপুর সময় থেকে রাত। Am এবং pm এই দুইটি শব্দ ভিন্ন এবং এদের পূর্ণরূপ ভিন্ন।আরো পড়ুন: জন্মদিনের উইশ করার স্ট্যাটাস দেখে নিন
এই দুইটি শব্দ আলাদা আলাদা সময় নিশ্চিত করে। Am হল রাত থেকে সকাল পর্যন্ত সময়। আর pm হল সকাল থেকে রাত পর্যন্ত। আমরা অনেকে am ও pm এই দুইটি শব্দ শুনেছি কিন্তু এর পূর্ণরূপ সম্পর্কে জানিনা। এমনকি অনার্সে পড়ুয়া শিক্ষার্থীরাও am ও pm এর পূর্ণরূপ জানেনা। নিচে দেখে নিন Am pm এর পূর্ণরূপ কি।
Pm এর পূর্ণরূপ কি
আপনি কি জানেন Pm এর পূর্ণরূপ কি? Pm এর পূর্ণরূপ হল post meridiem। post meridiem কে শর্টকাটে পিএম বলা হয়। এর অর্থ হল উত্তর মধ্যাহ্ন। Pm মানে মধ্যাহ্নের পর। অর্থাৎ মধ্যাহ্নের পর মানে দুপুর বোঝাই। দুপুর ১২:০০ টা থেকে রাত বারোটা পর্যন্ত এই সময়টিকে pm বলা হয়।Am এর পূর্ণরূপ কি
Am এর পূর্ণরূপ হল Ante Meridiem। অথবা পূর্বমধ্যাহ্ন। পূর্ব মধ্যাহ্ন বলতে বোঝায় মধ্যাহ্নের আগ মুহূর্ত। মধ্যাহ্ন বলতে বোঝাই দুপুর। মধ্যাহ্নের আগ মুহূর্ত বলতে বোঝায় দুপুরের আগে অর্থাৎ সকাল ১২টা পর্যন্ত। সকাল ১২ টা এর আগের সবাইকে am বলা হয়। Am এর পূর্ণরূপ হল ante meridiem অথবা পূর্ব মধ্যাহ্ন। এই শব্দগুলো এসেছে ল্যাটিন ভাষা থেকে।সুপ্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন Am pm এর পূর্ণরূপ কি। Am= Ante Meridiem এবং Pm= Post Meridiem। এবার চলুন আমরা ঝটপট দেখে আসি রাত ১২টার পর am নাকি pm?
রাত ১২টার পর am নাকি pm
টিভিতে বিভিন্ন সিরিয়ালের সময় দেওয়া থাকে 12 pm। অথবা বাস টিকিট কাউন্টারে টিকেট কাটার আগে সময়সূচি চেক করলে দেওয়া থাকে 12pm অথবা 11pm। এই সময় আমরা চিন্তিত হয়ে পড়ি যে 12pm বলতে দুপুর বারোটা বাজিয়েছে নাকি রাত বারোটা? Pm এবং Am সম্পর্কে না জানলে আমাদের কি বিভিন্ন সমস্যায় পড়তে হবে তাই আজকে আমরা জানব যে রাত ১২টার পর am নাকি pm?Am= Ante Meridiem ও Pm= Post Meridiem। Am হলো মধ্যাহ্নের পূর্বের সমিতি আর মধ্যাহ্ন বলতে বোঝায় দুপুর এবং দুপুরের সময় হলো বারোটা। অর্থাৎ বারোটার আগের সময়টিকে পূর্ব মধ্যাহ্ন Am বলা হয়। আর pm বলতে বোঝায় উত্তর মধ্যাহ্ন। অর্থাৎ মধ্যাহ্নের শেষের সময় গুলো। মধ্যাহ্নের শেষ সময় হল রাত বারোটা। অর্থাৎ রাত বারোটার আগে সময় গুলোকে বলা হয় Pm।
রাত ১২টার পর am নাকি pm? রাত ১২টার পরের সময় টি হল পূর্ব মধ্যাহ্ন। আর পূর্ব মধ্যাহ্নকে বলা হয় Am। অর্থাৎ রাত ১২টার পর Am। অনেকে জিজ্ঞাসা করেন রাত বারোটার পর এম নাকি পিএম। রাত বারোটার পর এই সময়টি হল পূর্ব মধ্য হল অর্থাৎ মধ্যাহ্নের আগের সময়টি এবং মধ্যাহ্নের আগের সময়টিকে বলা হয় ante meridiem। অ্যান্টি ম্যারিডাইমকে am বলা হয়।
দুপুর ১২টার পর am নাকি pm
দুপুর ১২টার পর am নাকি pm? দুপুর ১২ টার পরে সময় কি বলা হয় উত্তর মধ্যাহ্ন উত্তর মধ্যাহ্ন বলতে বোঝায় মধ্যাহ্নের শেষ সময়। দুপুর ১২ টার পর উত্তর মধ্যাহ্নকে ইংলিশে Post Meridiem বলা হয়। Post Meridiem কে শর্ট এ Pm বলা হয়।অর্থাৎ দুপুর ১২ টার পরের সময়টি Pm। কোথাও যদি দেওয়া থাকে 12Pm to 11Am তাহলে বুঝতে হবে সেখানে দুপুর ১২ টা থেকে পরের দিনের সকাল ১১ঃ০০ টা পর্যন্ত বোঝানো হয়েছে। আর যদি 12pm to 12am দেওয়া থাকে তাহলে দুপুর ১২ঃ০০ টা থেকে রাত ১২ঃ০০ পর্যন্ত বোঝানো হয়েছে।
সুপ্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দুপুর ১২টার পর am নাকি pm? দুপুর ১২টার পরের সময়কে pm বলা হয়। এবং দুপুর ১২টার আগের সময়কে am বলা হয়। এবার চলুন আমরা ঝটপট দেখে আসি সকালে am নাকি pm?
সকালে am নাকি pm
সকালে am নাকি pm সেটা সময়ের ওপর নির্ভর করে। যেমন সকাল ১১ টা কিংবা সকাল দশটা am হবে, 11am অথবা 10am। রাত বারোটার পরে সময়টিও am।যেমন 1am, 2am কিংবা 5am। কিন্তু রাত বারোটার আগের সময়টি যেমন 11.59pm এবং 12.am। অর্থাৎ রাত ১২ টায় সময় হবে 12am। এবং সকাল 11.59am থাকবে আর দুপুর 12pm হবে।
সকালে am হবে এবং দুপুরে pm হবে। রাতে 11.59 পর্যন্ত pm থাকবে। এবং রাত 12 টা থেকে সকাল 11.59 পর্যন্ত am থাকবে। সুপ্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সকালে am নাকি pm? এবার চলুন আমরা দেখে আসি p.m. and am meaning।
p.m. and am meaning
AM means from midnight to 11:59 AM. And PM means 12 AM to 11:59 PM.Many people ask what does AM and PM mean? Am and pm is the full form Ante Meridiem and Post Meridiem.
Am= Ante Meridiem
Pm= Post Meridiem
আরো পড়ুন: এয়ারটেল ফ্রি এমবি পাওয়ার উপায় দেখে নিন
Am means 12Am to 11.59 Am And Pm means 12Pm to 11.59pm. Dear readers I hope you have understood the full form of a.m and p.m. Let's take a quick look at when is a.m and p.m?
am p.m. কখন হয়
am p.m. কখন হয়? Am সকালে হয় এবং পিএম রাতে হয়। এ এম বলতে বোঝায় পূর্ব মধ্যাহ্ন এবং পিএম বলতে বোঝায় উত্তর মধ্যে হল। পূর্ব মধ্যাহ্ন বলতে বোঝায় দুপুরের আগের সময় অর্থাৎ দুপুর 12 টার আগে সবাইকে এম বলা হয়। পিএম বলতে বোঝায় উত্তর মধ্যাহ্ন অর্থাৎ মধ্যাহ্ন এর পরের সময়। মধ্যাহ্নের পরের সময় বলতে বোঝাই দুপুর ১২ টার পর থেকে রাত বারোটার আগের সময়। সুপ্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন am p.m. কখন হয়।
উপসংহার: রাত ১২টার পর am নাকি pm - সকালে am নাকি pm
সুপ্রিয় পাঠক বৃন্দ আজকের এই প্রতিবেদনে আমরা দেখলাম দুপুর ১২টার পর am নাকি pm? রাত ১২টার পর am নাকি pm - সকালে am নাকি pm? আমরা অনেকেই এ এম এবং পিএম এর মধ্যে পার্থক্যটি বুঝতে পারি না তাই আজকের এই বছর আমরা এম এবং পিএম এর পার্থক্য গুলো শেয়ার করলাম। Am এর পূর্ণরূপ হল ante meridiem অথবা পূর্ব মধ্যাহ্ন। পূর্ব মধ্যাহ্ন বলতে বোঝায় মধ্যাহ্নের আগের সময় অর্থাৎ দুপুরের আগে সময় যেমন রাত বারোটা থেকে শুরু করে সকাল ১১ টা ৫৯ পর্যন্ত।
Pm এর পূর্ণরূপ হল Post Meridiem অথবা উত্তর মধ্যাহ্ন। উত্তর মধ্যাহ্ন বলতে বোঝায় মধ্যাহ্নের পরের সময় গুলো অর্থাৎ দুপুর থেকে শুরু করে রাত বারোটার আগের সময় গুলো। এক কথায় রাত ১২টা থেকে সকাল ১২.৫৯ পর্যন্ত এই সময়টিকে বলা হয় Am। দুপুর ১২টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত এই সময়টিকে বলা হয় Pm। সুপ্রিয় পাঠক আশা করছি আপনারা আজকের এই পোস্টের মাধ্যমে am ও pm এর তফাৎ বুঝতে পেরেছেন আজকের এই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন।
ড্রিমার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url