২০০ টাকার মধ্যে গিফট ছেলেদের জন্য | ২২ ধরনের গিফট
২০০ টাকার মধ্যে গিফট ছেলেদের জন্য খুঁজছেন? তাহলে আপনার খোঁজাখুঁজি এখানে শেষ হচ্ছে মাত্র ২০০ টাকার মধ্যেও ছেলেদের এমন কিছু উপহার দেওয়া যায় যা তাদের মনকে ছুঁয়ে দিবে। আজকের এই পোস্টে ২০০ টাকার মধ্যে গিফট ছেলেদের জন্য, ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট এবং ছেলেদের গিফট আইডিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আপনি যদি আজকের এই পোস্টটি সম্পূর্ণ দেখেন তাহলে ৫০০ টাকা এবং ২০০ টাকার মধ্যে সবচেয়ে সেরা কিছু গিফট আইটেম সম্পর্কে জানতে পারবেন। চলুন ঝটপট আমরা তাহলে দেখে আসি ২০০ টাকার মধ্যে গিফট ছেলেদের জন্য এবং ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট।
পেজ সূচিপত্র : ২০০ টাকার মধ্যে গিফট ছেলেদের জন্য | ২২ ধরনের গিফট
ভূমিকা
জন্মদিনের প্রিয় মানুষদের কি উপহার দেওয়া যায়? সেই মানুষটি হতে পারে আমাদের বাবা, ভাই, বন্ধু অথবা জীবন সাথী। তার জন্য একটি এমন একটি উপহার দিতে হবে যা তার মনকে জয় করবে। যেকোনো কাউকে উপহার দেওয়ার আগে অবশ্যই তার পছন্দ অনুসারে জানতে হবে সে কেমন উপহার পেতে পছন্দ করে।
যদি আপনার না জানা থাকে সে কেমন উপহার পেতে পছন্দ করে তাহলে নিচে দেখে নিন ছেলেদের পছন্দের তালিকা অনুসারে সবচেয়ে সেরা ২২ টি উপহার নিয়ে আজকের এই পোষ্টে আলোচনা করা হবে। সাথে ছেলেরা কেমন উপহার পেতে পছন্দ করে এবং মাত্র ৫০০ এবং ২০০ টাকার মধ্যে কি কি উপহার দেওয়া যায় সে বিষয়গুলো আলোচনা করা হবে।
ছেলেদের কি উপহার দিলে খুশি হয়
আপনি কি জানেন ছেলেদের কি উপহার দিলে খুশি হয়? তারা তাদের পছন্দ অনুসারে উপহার পেলে সবচেয়ে বেশি খুশি হয় ছেলেদের চাহিদা খুব বেশি থাকে না শুধুমাত্র তাদের পছন্দ অনুসারে উপহার দিলেই তারা খুব খুশি হয়, ছেলেরা ছোট ছোট বিষয় খুশি হয়। যেমন যদি আপনি আপনার কোন বন্ধুকে উপহার দিতে চান এবং তার বয়স যদি ১৮ থেকে ২০ এর মধ্যে হয় তাহলে তাকে একটি সানগ্লাস পাঞ্জাবি অথবা তার প্রয়োজন অনুসারে কিছু গিফট দিতে পারেন।
অথবা তার বয়স যদি আরও বেশি হয় যেমন ২৫ থেকে ৩০ এর মধ্যে হয় তাহলে তার প্রয়োজন রয়েছে এমন কোন জিনিস কিংবা পাঞ্জাবি, ঘড়ি, পাওয়ার ব্যাংক অথবা সে যদি ট্রাভেল লাভার হয়ে থাকে তাহলে ট্রাভেল ব্যাগ উপহার দিতে হবে। যেকোনো কাউকে উপহার দেওয়ার আগে তার বয়স এবং তার পছন্দ অনুসারে জানতে হবে।
বয়সের সাথে পছন্দের ভিন্নতা রয়েছে। একজন ছোট পনেরো বছর বয়সী বাচ্চা এবং একটি ২০ বছর বয়সী যুবকের পছন্দ আলাদা। তাদের পছন্দ এবং চিন্তাভাবনা সব কিছুই আলাদা তাই একটি ১৫ বছরের বাচ্চাকে উপহার দিতে চাইলে রং পেন্সিল বক্স স্কুল ব্যাগ কিংবা ড্রেস উপহার দিতে হবে। আর যদি ২০ বছর বয়সের যুবককে উপহার দিতে চান সেক্ষেত্রে হেডফোন, পাওয়ার ব্যাংক, মোবাইল ওয়াচ উপহার দিতে পারেন। ছেলেদের পছন্দ অনুসারে উপহার দিলে তারা খুব খুশি হয়।
ছেলেদের গিফট আইডিয়া
ছেলেদের কে কি কি গিফট দেওয়া যায়? কেমন গিফট দিলে তারা খুশি হবে? এবং ৫০০ এবং ২০০ টাকার মধ্যে কি কি উপহার দিতে হবে সেই সম্পর্কে জানতে নিচে দেখে নিন ছেলেদের গিফট আইডিয়া এইখানে 50 ধরনের গিফট আইডিয়া দেওয়া রয়েছে যা ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে।
হেডফোন, বই, গেম কন্ট্রোলার, ওয়াল পিকচার ফ্রেম, বুকমার্ক, স্টাইলিশ ওয়াচ, ক্যাজুয়াল ক্যাপ, স্টাইলিশ জুতা, স্টাইলিশ ওয়ালেট, কাস্টমাইজ গ্লাস, ফ্যাশনেবল সানগ্লাস, স্টাইলিশ বেল্ট, টি শার্ট, পাঞ্জাবি, পারফিউম, টি-শার্ট পারফিউম কম্বো সেট, মোবাইল ওয়াচ, ব্লুটুথ স্পিকার, ট্রাভেল ব্যাগ,
পকেট সাউন্ড এমপ্লিফায়ার, ল্যাপটপ স্কিন, জিম ব্যাগ, ট্রাভেল ব্যাগ, রিস্ট ওয়াচ, হুডি, মাউস , পাওয়ার ব্যাংক, ক্যামেরা লেন্স কভার, ব্যাক পার্ট, স্টাইলিশ সকাল শু, লেদার জ্যাকেট, ফিটনেস ট্র্যাকিং ব্যান্ড, স্পোর্টস সানগ্লাস, পোর্টেবল মিনি ফ্যান, মিনি ট্রিপড, আউটডোর ক্যাম্পিং কিড, রেট্রো রেকর্ড প্লেয়ার, আরজিবি মেকানিকাল কিবোর্ড , মিনি বক্স ফ্যান।
ছেলেদের ওপরের এই গিফট গুলো দিলে তারা খুবই খুশি হয়। ছেলেদের পছন্দের তালিকায় উপরের এই প্রতিটি গিফট আইটেম রয়েছে। বাজেটের মধ্যে যে আইটেমটি পাওয়া যায় সে আইটেমটি ছেলেদের উপহার হিসেবে দেওয়া যায়। যেমন ২০০ টাকার মধ্যে ছেলেদের কিছু আইটেম ল্যাপটপ স্কিন,।স্টাইলিশ বেল্ট, কাস্টমাইজ গ্লাস, ব্যাকপার্ট, মাউস ক্যামেরা লেন্স কভার।
১০০ টাকার মধ্যে গিফট
ছেলেদের ১০০ টাকার মধ্যে গিফট খুঁজছেন? ছেলেদেরকে ১০০ টাকার মধ্যে বিভিন্ন উপহার দেওয়া যায় যেমন রং পেন্সিল বক্স, কাস্টমাইজ গ্লাস, ব্যাক পার্ট, মাউস প্যাড, সানগ্লাস। যাকে উপহার দিতে চান তার বয়স যদি ১৫ থেকে ১৮ এর নিচে হয় তাহলে তাকে সানগ্লাস কাস্টমাইজ ক্লাস ব্যাক পার্ট মাউসপ্যাড স্টাইলিশ বেল্ট স্টাইলিশ টি শার্ট উপহার হিসেবে দিতে পারেন।
ছোটদের এবং বড়দের পছন্দের ভিন্ন। ছোটদের ১০০ টাকার মধ্যে কাস্টমাইজ গ্লাস, রং পেন্সিল বক্স পেন বক্স চকলেট টি-শার্ট উপহার দিতে পারেন। ছোট বাচ্চাদের যে কোন উপহার দিলে তারা খুব খুশি হয় তারা মূলত উপহার দেখলেই খুশিতে আত্মহারা হয়ে যায়। তাই বাচ্চাদের বেশি বেশি উপহার দিতে হবে।
যদি প্রিয় মানুষের বয়স ১৮ থেকে ২০ এর উপরে হয় তাহলে তাকে ১০০ টাকার মধ্যে একটি হ্যান্ড ওয়ার্ড সানগ্লাস অথবা তার পছন্দ অনুসারে প্রয়োজনীয় কোন উপহার দিতে পারেন। যেমন তার যদি পাওয়ার ব্যাংকের প্রয়োজন হয় একটি পাওয়ার ব্যাংক মিনি বক্স ফ্যান অথবা মিনি ট্রিপড উপহার দিতে পারেন।
১০০ টাকার মধ্যে ছেলেদের গিফটের তালিকা
- ট্রান্সপারেন্ট ওয়ালেট
- ফিচার ফোন কভার
- ব্রেসলেট
- পেনড্রাইভ
- মেমেরি
- কার্ডহোলার
- চাবি রিং
- মিনি ব্লুটুথ স্পিকার
- মোবাইল স্ট্যান্ড
- মিনি ইলেকট্রিক মোবাইল ফ্যান
- মিনি সুটকেস
- সু লেস
- জুতা
১০০ টাকার মধ্যে ছেলেদের উপরের এই উপহারগুলো দিতে পারেন। বাজেট কম থাকলে ছেলেদের পছন্দ অনুসারে একটি উপহার দিলেই তারা খুশি হবে। আর যদি বয়স কম হয় তাহলে চকলেট বক্স স্কুল ব্যাগ অথবা পেন্সিল বক্স উপহার দিতে হবে। এবার চলুন দেখে আসি ২০০ টাকার মধ্যে গিফট ছেলেদের জন্য
২০০ টাকার মধ্যে গিফট ছেলেদের জন্য
ছেলেদের জন্য ২০০ টাকার মধ্যে গিফট খুঁজছেন? ২০০ টাকার মধ্যে কি ভালো উপহার পাওয়া যাবে আপনারা অনেকে এ বিষয়ে চিন্তিত থাকেন। ২০০ টাকার মধ্যে ভালো উপহার পাওয়া যাবে নাকি তার পছন্দ হবে নাকি? যদি তার পছন্দ অনুসারে এবং চাহিদা অনুসারে একটু উপহার দেন তাহলে উপহারের দাম কম থাকলেও সে খুব খুশি হবে।
উপহার সবসময়ই নামিদামি ব্রান্ডেড হতে হবে ব্যাপারটি এমন নয় তার পছন্দ অনুসারে এবং প্রয়োজন অনুসারে একটি উপহার দিলেও যদি উপহারের দাম খুব কম হয় তবুও সে খুব খুশি হবে। এছাড়াও ছেলেরা অল্পতেই খুশি হয়। নিচে দেখে নিন ২০০ টাকার মধ্যে গিফট ছেলেদের জন্য দেওয়া রয়েছে।
- মোবাইল ফোন স্ট্যান্ড
- চকলেট বক্স
- গোল্ডেন স্টাইল সান গ্লাস
- ম্যাজিক পেইন্ট এর হ্যান্ড স্যানিটাইজার
- হেডফোন
- ইয়ারফোন
- পাওয়ার ব্যাংক
- সানগ্লাস
- স্টাইলিশ ওয়াচ
- মোবাইল ওয়াচ
- টুল কীট
- পোর্টেবল মিনি ফ্যান
- ব্রেসলেট
- ফোন স্টাইলিশ স্টিকার
- টি শার্ট
- জুতা
মাত্র ২০০ টাকার মধ্যে ওপরের এই আইটেমগুলো পাওয়া যাবে এবং এই আইটেমগুলো ছেলেদের পছন্দের তালিকাতে রয়েছে। ছেলেরা হেডফোন অথবা ইয়ারফোন ব্যবহার করতে খুব ভালোবাসে তাদেরকে ২০০ টাকার মধ্যে একটি হেডফোন অথবা ইয়ারফোন গিফট হলে তারা খুব খুশি হবে। এছাড়া সানগ্লাসস, স্টাইলিশ মোবাইল ওয়াচ, ব্রেসলেট, টি শার্ট উপহার পেলেও ছেলেরা খুব খুশি হবে।
৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট
আপনি কি ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট খুঁজছেন? জন্মদিনের দিনটি খুবই স্পেশাল হয় এই দিনটি পছন্দ অনুসারে একটি উপহার পেলে প্রত্যেকই খুব খুশি হয়। প্রিয় মানুষদের কে খুশি দেখতে ভালো লাগে তাদের খুশিতে আমরা খুশি হই। ছেলে এবং মেয়েদের পছন্দ আলাদা পাশাপাশি বয়স ভেদেও পছন্দের ভিন্নতা দেখা যায় যেমন একটি 18 বছর এবং একজন ১০ বছর এর বাচ্চার পছন্দ কখনো এক হতে পারে না।
আবার ছেলে এবং মেয়েদের পছন্দ এক হয় না ছেলেরা সানগ্লাস পারফিউম উপহার হিসেবে পেলে খুব খুশি হয় আবার মেয়েরা চকলেট বক্স, ফুলের তোড়া, মেকআপ বক্স, কসমেটিকস উপহার হিসেবে সবচেয়ে বেশি খুশি হয়। ছেলেদের পছন্দ অনুসারে নিচের ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট দেওয়া রয়েছে।
৫০০ টাকার মধ্যে ছেলেদের জন্মদিনের গিফট
৫০০ টাকার মধ্যে ছেলেদের বিভিন্ন ধরনের জন্মদিনের গিফট পাওয়া যাবে। যেমন স্টাইলিশ ওয়াচ, মোবাইল ওয়াচ, হেডফোন, এয়ার ফোন, টি শার্ট, স্টাইলিশ বেল্ট, স্টাইলিশ সানগ্লাস। যাকে উপহার দিতে চান তার পছন্দ অনুসারে জানা খুব জরুরী সে কেমন উপহার পেতে পছন্দ করে কেমন প্রোডাক্ট ব্যবহার করতে ভালোবাসে তার কি কি জিনিসের প্রয়োজন রয়েছে। প্রয়োজন অনুসারে উপহার পেলে সবচেয়ে বেশি খুশি হয়।
যেমন আপনার প্রিয় মানুষের যদি হেডফোন অথবা একটি সানগ্লাস এর প্রয়োজন হয় তার পছন্দ অনুসারে একটি সানগ্লাস অথবা হেডফোন উপহার দিলে সে খুব খুশি হবে। যদি তার পছন্দ অনুসারে জানা না থাকে তাহলে নিচে দেখে নিন ছেলেদের পছন্দের কয়েকটি উপহারের তালিকা দেওয়া রয়েছে।
- মিনি ব্লুটুথ স্পিকার
- টি শার্ট
- পাঞ্জাবি
- স্টাইলিশ ওয়ালেট
- ঘড়ি
- ট্রাভেল ব্যাগ
- লাইটার অথবা সিগারেট লাইনার
- মিনি সেলফি স্টিক
- মিনি ট্রিপড স্ট্যান্ড
- ব্র্যান্ডেড পেন
- মিনি পোর্টেবল ফ্যান
- ডিজিটাল ওয়ালেট
- স্টাইলিশ সানগ্লাস
- জুতা
- পারফিউম
ছেলেরা এই কয়েকটি উপহার পেলে খুব খুশি হয় বিশেষ করে স্টাইলিশ সানগ্লাস, পারফিউম, পাঞ্জাবি, মিনি ব্লুটুথ স্পিকার, হেডফোন অথবা ইয়ারফোন। এ কয়েকটি উপহার ছেলেদের ধীরে তারা খুবই খুশি হবে। এই আইটেমগুলো ছেলেদের পছন্দের তালিকার মধ্যে রয়েছে।
সুপ্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ৫০০ টাকার মধ্যে ছেলেদের উপহার হিসেবে কি দেওয়া যায় ছেলেদের কি উপহার দিলে তারা খুশি হবে মূলত ছেলেদের উপরের এই উপহারগুলো দিলে তারা খুব খুশি হবে যদি বাজে 500 টাকার মধ্যে হয় তাহলে উপরের এই উপহারগুলো নিতে পারেন। এবার চলুন দেখে আসি ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট মেয়েদের জন্য
৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট মেয়েদের জন্য
মেয়েদের জন্য ৫০০ টাকার মধ্যে জন্মদিনের উপহার অথবা গিফট খুঁজছেন? মেয়েদেরকে ৫০০ টাকার মধ্যে কি উপহার দিলে তারা খুশি হবে মেয়েদের বয়স অনুসারে তাদের পছন্দ আলাদা যেমন একটি ১০ বছর বয়সী বাচ্চা মেয়ে চকলেট পেন্সিল বক্স স্কুল ব্যাগ টেডি বিয়ার পেলে খুব বেশি খুশি হবে কিন্তু একটি ১৮ বছর বয়সী মেয়ে স্কুল ব্যাগ কিংবা টেডি বিয়ার অথবা স্কুল ব্যাগ কিংবা টিফিন বক্স গিফট হিসেবে কখনোই খুশি হবে না।
মানুষের বয়সের সাথে রুচি এবং আচার আচরণের পরিবর্তন ঘটে। ছোট বাচ্চা মেয়েদের কে ৫০০ টাকার মধ্যে রং পেন্সিল বক্স, একটি সুন্দর স্কুল ব্যাগ, পরীর ড্রেস অথবা টিফিন বক্স উপহার হিসেবে দিলে সে সবচেয়ে বেশি খুশি হবে। অথবা একটি বড় চকলেট বক্স উপহার হিসেবে দিতে পারেন। তবে মেয়েটির বয়স যদি ১৮ এর ওপরে হয় তাহলে তাকে কি কি উপহার দিলে এসে খুশি হবে নিচে দেখে নিন ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট মেয়েদের জন্য দেওয়া রয়েছে।
- টপস অথবা কামিজ
- পেন্টিং
- ড্রেস
- সানগ্লাস
- স্টাইলিশ পার্স
- মেকআপ বক্স
- পছন্দের পারফিউম
- ফাউন্ডেশন
- মেকআপ কম্বো প্যাকেজ
- শাড়ি
- হেয়ার স্ট্রেইটনার
- হেয়ার কুলার
- স্টাইলিশ হিজাব
- ফুলের তোড়া
- বড় চকলেট বক্স
- মেকআপ মিরর লিপস্টিক অথবা লিপ বাম
- ফটোগ্রাফি প্রিন্ট সেট
- স্টাইলিশ ওয়াচ
- নেকলেস
- কাচের চুড়ি
- রেশমি চুরির কম্ব
৫০০ টাকার মধ্যে ওপরের এই সমস্ত আইটেম পাওয়া যাবে এবং এই আইটেম গুলো মেয়েরা পেলে সবচেয়ে বেশি খুশি হবে মেয়েদেরকে এই উপহারগুলো দিলে তারা সবচেয়ে বেশি খুশি হয়। বয়স যদি মেয়েদের সোলো থেকে ২৫ এর মধ্যে হয় তাহলে তাদেরকে ওপরের এই উপহারগুলো দিতে পারেন ওপরের এই উপহার গুলো পেলে যে কোন মেয়ে খুবই খুশি হবে।
মেয়েদেরকে খুশি করার জন্য খুব নামিদামি ব্রান্ডের উপহার দেওয়ার কোন প্রয়োজন নেই তাদের পছন্দ অনুসারে এবং প্রয়োজন অনুসারে উপহার দিলে তারা সবচেয়ে বেশি খুশি হবে। ওপরের এই প্রতিটি প্রোডাক্ট মাত্র ৫০০ টাকার মধ্যে অনলাইনে পাওয়া যাবে শুধু অনলাইনে নয় বরং লোকাল বাজারে ওপরের এই প্রোডাক্টগুলো ৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
সুপ্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ৫০০ টাকার মধ্যে মেয়েদের জন্য জন্মদিনের উপহার ছেলেদের জন্য জন্মদিনের উপহার এবং ছেলেদের কি উপহার দিয়ে খুশি হয়। উপরে আমরা ছেলেদের গিফট আইডিয়া সম্পর্কে আলোচনা করেছি।
লেখকের শেষ মন্তব্য : ২০০ টাকার মধ্যে গিফট ছেলেদের জন্য | ২২ ধরনের গিফট
সুপ্রিয় পাঠক বৃন্দ আজকের এই প্রতিবেদনে আমরা দেখলাম ২০০ টাকার মধ্যে গিফট ছেলেদের জন্য |২২ ধরনের গিফট ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট ছেলেদের গিফট আইডিয়া, ১০০ টাকার মধ্যে গিফট এবং ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট মেয়েদের জন্য। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ছেলেদের অথবা মেয়েদের কি গিফট হিসেবে দিলে তারা সবচেয়ে বেশি খুশি হবে?
যাকে গিফট দিতে চাচ্ছেন তার পছন্দ অনুসারে জানা থাকলে তাকে এগিয়ে ফেলে দেওয়া বেশ সহজ হবে কিন্তু যদি পছন্দ অনুসারে জানা না থাকে তাহলে ওপরের আইডিয়াগুলো দেখে নিন উপরে আমরা ছেলেদের পছন্দের তালিকার সম্পর্কে আলোচনা করেছি ছেলেটা কেমন গিফট পেতে পছন্দ করে তাদের পছন্দ কেমন? সেই সমস্ত বিশ্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
পাশাপাশি ৫০০ টাকার মধ্যে মেয়েদের গিফটের তালিকা শেয়ার করেছি মেয়েরা কেমন গিফট পেতে পছন্দ করে মেয়েদেরকে ৫০০ টাকার মধ্যে কি কি গিফট হিসেবে দেওয়া যায়? সে সমস্ত বিষয় আজকের এই পোস্টে আলোচনা করলাম। আশা করছি আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা ছেলেদের এবং মেয়েদের পছন্দ অনুসারে বুঝতে পেরেছেন তারা কেমন গিফট পেতে পছন্দ করে এবং ৫০০ টাকা এবং ২০০ টাকার মধ্যে ছেলে এবং মেয়েদের কেমন গিফট দেওয়া যায়। পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ।
ড্রিমার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url