ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিকভার করব? নিচের এই নিয়ম গুলো অনুসরণ করলে মাত্র দুই মিনিটের যে কোন ফেসবুক আইডি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে আমরা নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায় ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করব পাসওয়ার্ড ভুলে গেছি এখন করনীয় কি সেই সমস্ত বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। 
ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো
ফেসবুক আইডি পাসওয়ার্ড রিসেট করতে আজকের এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহ দেখতে থাকুন। চলুন ঝটপট দেখে নেওয়া যাক ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করব এবং ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি এখন করনীয় কি। 

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি এখন করনীয় কি 

ফেসবুক আইডির পাসওয়ার্ড আমরা অনেকে ভুলে যাই এটি খুব স্বাভাবিক ব্যাপার। ফেসবুক আইডি পাসওয়ার্ড খুব সহজ দেখলে আইডি হ্যাক হয়ে যেতে পারে তাই স্ট্রং পাসওয়ার্ড রাখতে হয় কিন্তু অতিরিক্ত স্ট্রং পাসওয়ার্ড রাখলে আবার মনে রাখা একটু মুশকিল হয়ে যায় এই জন্য অনেকেই বলেন ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি এখন করনীয় কি? 

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে চিন্তা করো বিষয় নেই শুধুমাত্র কয়েকটি স্টেপ অনুসরণ করলেই ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। ফেসবুক পাসওয়ার্ড রিসেট অপশন সেটিং এ পাওয়া যাবে। তবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার জন্য কি কি প্রয়োজন? 

আরো পড়ুন: মাসে ৫০ হাজার টাকা ইনকাম করতে চান? ক্লিক করুন
ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার জন্য সেই সিম প্রয়োজন যেই সিমের মাধ্যমে facebook একাউন্ট তৈরি করা হয়েছে। সিমে একটি otp কোড আসবে সেই কোডটি ফেসবুকে বসিয়ে দিলে পাসওয়ার্ড রিসেট অপশন আসবে সেখানে আবারো পুনরায় পাসওয়ার্ড দেওয়ার সুযোগ পাবেন। 

সেই নাম্বার যদি না থাকে তাহলে জিমেইল এর মাধ্যমেও ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করা সম্ভব। ফেসবুক আইডিতে যে জিমেইলটি অ্যাড ছিল সেই জিমেইলটিতে একটি ওটিপি আসবে সেই ওটিপি কোড ফেসবুকে বসিয়ে দিলে পুনরায় পাসওয়ার্ড সেট করতে পারবেন। প্রতিটি নিয়ম স্টেপ বাই স্টেপ নিচে দেখুন।

ফেসবুক ওপেন করে ডান সাইডের ওপরে একটি থ্রি ডট রয়েছে। তার ওপর ক্লিক করে নিচে স্ক্রল করতে হবে। নিচে সেটিং নামক একটি অপশন রয়েছে। সেটিং বাটনে ক্লিক করলে password and security নামক একটি অপশন পেয়ে যাবেন।

Password and security অপশন থেকেই পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড মনে না থাকলে password and security বাটন এর উপর ক্লিক করে।
ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো
তারপর আবারো password and security বাটন এর উপর ক্লিক করতে হবে।
ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো
ওপরে change password নামক অপশন এর উপর ক্লিক করুন। যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে নিচে forget password বাটন এর উপর ক্লিক করুন।

ফেসবুক অ্যাকাউন্ট এর জিমেইল অ্যাড থাকলে recovery with Gmail নামক অপশন আসবে। যদি আপনার কাছে সেই জিমেইলটি উপস্থিত থাকে তাহলে জিমেইল বাটনে ক্লিক করে নিচের কন্টিনিউ অপশনের উপর ক্লিক করুন। 

অথবা পাসওয়ার্ড রিকভারি করার আরো একটি উপায় হল, নাম্বার এর মাধ্যমে পাসওয়ার্ড রিকভার। যে নাম্বারে সাহায্যে ফেসবুক আইডি তৈরি করেছেন সেই নাম্বারটি আপনার কাছে এখন উপস্থিত হয়েছে কি চেক করুন। 

সেই নাম্বারটি থাকলে send OTP in number অপশন এর উপর ক্লিক করতে হবে। তারপর নাম্বারের একটি ৬ সংখ্যার  otp কোড আসবে। সেই ওটিপি কোড ফেসবুকে বসিয়ে দিতে হবে তাহলেই নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। 

অথবা যদি অন্য কোন ফোনে এই অ্যাকাউন্ট লগইন থাকে তাহলে send code via Facebook notification বাটান এর ওপরে ক্লিক করে নিচের কন্টিনিউ এ চাপ দিন।

তারপর অন্য ফোনে চেক করুন কোন otp কোড এসেছে কি। Otp কোড আসলে ফেসবুকে বসিয়ে দিন। তাহলে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন এবার যে পাসওয়ার্ডটি আপনি সেট করছেন সেটি অবশ্যই খাতায় অথবা নোটপ্যাড নোট করে রাখতে হবে। 

পাঠক অভিনন্দন আপনি সক্ষম ভাবে আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। উপরের এই নিয়মটি অনুসরণ করে যে কোন সময় ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। 

মাঝে মাঝেই আমরা ফেসবুক পাসওয়ার্ড ভুলে যায় সে ক্ষেত্রে কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করব বুঝতে পারিনা যদি এই নিয়মটি দেখে নেন তাহলে সহজে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। 

ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করব 

ভাবছেন ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করব? ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে চিন্তার কোন বিষয় নেই। ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা যদি ফেসবুক নাম্বার কিংবা তিনটি হারিয়ে যায় তাহলে কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করব সে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। 

গ্যারান্টি সহ আপনারা যদি এই টিপসটি অনুসরণ করেন তাহলে নাম্বার ছাড়া, জিমেইল ছাড়া, পাসওয়ার্ড ছাড়াই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। উপরে আমরা দেখলাম কিভাবে নাম্বার জিমেইল এর সাহায্যে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে হয় কিন্তু যদি সিমটি অথবা নাম্বারটি হারিয়ে যায় তাহলে কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করব? 

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করা ছাড়া অন্য কোন উপায় নেই। ফেসবুক পাসওয়ার্ড রিসেট না করলে পাসওয়ার্ড জানতে পারবেন না এবং অন্য কোথাও লগইন করতে পারবেন না। 

এজন্য ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে একটি মাত্র উপায় হল ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে হবে কিন্তু যদি নাম্বার অথবা gmail না থাকে নাম্বার হারিয়ে গেলে কিংবা সিম হারিয়ে গেলে এই অবস্থায় কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করবেন?

মনে করুন আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন এবং যেই নাম্বারে সাহায্য অথবা gmail এর সাহায্যে ফেসবুক একাউন্ট তৈরি করা ছিল সেই জিমেইলটি অথবা নাম্বারটি হারিয়ে গেছে। এই অবস্থায় কিভাবে ফেসবুক আইডি পাসওয়ার্ড রিসেট করবেন? 

হাতে দুইটি ফোন নিতে হবে। একটি পড়ে ফেসবুক লগইন রেখে অন্য আরেকটি ফোনে ফেসবুক লগইন করার চেষ্টা করুন। ফেসবুক পাসওয়ার্ড তো ভুলে গেছি তাহলে কিভাবে ফেসবুক লগইন করব?

পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক লগইন করা যায়। অন্য আরেকটি ফোনে ফেসবুক ওপেন করে লগইন বাটনে ক্লিক করতে হবে। 
ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো
  • তার পর নিচের forgot password বাটনে ক্লিক করতে হবে। 
  • যে নাম্বার অথবা gmail দিয়ে facebook একাউন্ট তৈরি করেছিলেন সেই নাম্বার অথবা মেইলটি দিয়ে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো
  • আপনার নাম্বার দিয়ে যতগুলো একাউন্ট খোলা আছে প্রতিটি অ্যাকাউন্ট আসবে।
  • যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করুন।
  • এবার কনফার্ম ইওর একাউন্ট confirm your account  এ ওটিপি কোড বসাতে হবে। নাম্বার উপস্থিত না থাকলে কিংবা সেই সিমটি যদি না থাকে তাহলে নিচের try another way নামক বাটন এর উপর ক্লিক করুন।
  • এবার তিনটি অপশন আসবে get code or link via WhatsApp, get code via Facebook notification এবং enter password to login।
  • 2য় বাটন get code via Facebook notification আপনার উপর ক্লিক করে নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। 
  • এবার অপর ফোনের চেক করুন একটি নোটিফিকেশন এসেছে Otp কোড আসবে।
  • Tap to see the login code you requested from another device নামক নোটিফিকেশন এর ওপর ক্লিক করুন।
ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো
  • এই 6 সংখ্যার কোডটি বসিয়ে নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করে নতুন একটি পাসওয়ার্ড তৈরি করুন।
এই উপায়টি অনুসরণ করলে ১০০% যেকোনো আইডির পাসওয়ার্ড নাম্বার জিমেইল ছাড়াই পরিবর্তন করতে পারবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে উপরের এই উপায়টি অনুসরণ করুন এবং যেকোনো আইডি পাসওয়ার্ড পরিবর্তন করুন তবে আইডি পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য অবশ্যই যে কোন একটি ফোনে আইডি লগ ইন থাকতে হবে। একটি ফোনে আইডি লগইন থাকলে অপর ফোনে ফেসবুক কোড এর সাহায্যে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।

প্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম কি এবং ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে হয়। যারা facebook পাসওয়ার্ড ভুলে গেছেন তারা এই নিয়মটি অনুসরণ করুন ১০০% এই উপায়টি কাজ করবে। এবার চলুন আমরা দেখে আসি নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়।

নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায় 

আপনি কি আপনার নিজের ফেসবুক পাসওয়ার্ড চেক করতে চান? আমরা অনেকেই জানিনা কিভাবে নিজের ফেসবুক আইডি পাসওয়ার্ড দেখা যায়? অনেকে মনে করে ফেসবুক রিসেট করা ছাড়া ফেসবুক পাসওয়ার্ড দেখার কোন নিয়ম নেই। কিন্তু ফেসবুক পাসওয়ার্ড দেখার একটি নিয়ম রয়েছে এই নিয়মটি সম্পর্কে হয়তো আপনার অনেকেই জানেন না। 

নিজেই নিজের ফেসবুক পাসওয়ার্ড যে কোন সময় দেখতে পারবেন ফেসবুক নাম্বার দেখতে পারবেন। আমাদের প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে। Chrome browser ওপেন করুন। ডান সাইডের ওপরের কর্নারে দেখুন থ্রি ডট রয়েছে। ফ্রি ডট এ ক্লিক করে নিচে স্ক্রল করে দেখুন setting অপসন রয়েছে।
সেটিং অপশনে ক্লিক করার  পর এমন একটি ইন্টারফেস ওপেন হবে। 
ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো
Google password manager অপসন এর ওপর ক্লিক করে সমস্ত পাসওয়ার্ড চেক করতে পারবেন। আপনার ফোনে কয়টি অ্যাকাউন্ট রয়েছে এবং কয়টি একাউন্টে কি কি পাসওয়ার্ড কোন কোন নাম্বার দিয়ে তৈরি করা হয়েছে সে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এই অপশনটি গুগোল কর্তৃক তৈরি করা হয়েছে। এই সিস্টেমটির কাজ হল মোবাইল ফোনের সমস্ত আইডিকে সংরক্ষণ করা। 

আপনার ফেসবুকে কয়টি একাউন্ট রয়েছে এবং প্রতিটি অ্যাকাউন্টের নাম্বার ও পাসওয়ার্ড এখান থেকে সংরক্ষন করতে পারবেন। যদি কখনো facebook পারফেক্ট ভুলে যান তাহলে রিসেট করার কোন প্রয়োজন নেই শুধুমাত্র Chrome browser ওপেন করে setting অপশনে যেয়ে Google password manager থেকে সমস্ত পাসওয়ার্ড দেখে নিতে পারবেন এভাবে নিজের ফেসবুক আইডি পাসওয়ার্ড দেখতে পারবেন।
  • Google password manager বাটনের উপর ক্লিক  করলে,
ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো
এভাবে সমস্ত অ্যাপসের কতগুলো একাউন্ট রয়েছে এবং একাউন্টের নাম্বার ও পাসওয়ার্ড কি সবকিছু দেখতে পারবেন। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায় কি এই উপায়টি অনুসরণ করে ১০০% গ্যারান্টি সহজে কোন সময় প্রতিদিন facebook একাউন্টের পাসওয়ার্ড চেক করতে পারবেন। তবে যদি আপনার ফোনে কোন জিমেইল অ্যাকাউন্ট না থাকে, তাহলে এই সুযোগ-সুবিধা গুলো উপভোগ করতে পারবেন না।

সুপ্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন নিজের পাসওয়ার্ড দেখার উপায় কি এবং পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি এবার চলুন আমরা দেখে আসি ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ডিএক্টিভেট করব? 

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ডিএক্টিভেট করব?

ফেসবুক ডিএক্টিভেট করার সময় ফেসবুক পাসওয়ার্ড এর প্রয়োজন হয় তবে যদি ফেসবুক পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা যাবে না। ফেসবুক একাউন্ট ডিএক্টিভেট করার জন্য পাসওয়ার্ড প্রয়োজন আপনারা।

আমরা বিভিন্ন কারণে ফেসবুক একাউন্ট ডিএক্টিভেট করতে চাই। পড়াশোনায় মনোযোগ নষ্ট করে কিংবা বন্ধু-বান্ধবের সাথে ঝগড়া বিবাদ করতে আমরা ফেসবুক একাউন্টে ডিএক্টিভেট করে ফেলি কিন্তু যদি ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাই তাহলে ফেসবুক অ্যাকাউন্ট deactivate করা সম্ভব হবে না।

ফেসবুক একাউন্ট ডিএক্টিভেট করার জন্য কিংবা instagram একাউন্ট ডিএক্টিভেট করার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন পাসওয়ার্ড ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম একাউন্ট ডিএক্টিভেট এবং ডিলিট করা সম্ভব না। 

পাসওয়ার্ড ছাড়া পুরনো ফেসবুক একাউন্ট মুছে ফেলার উপায় কি 

আমাদের অনেক পুরনো অ্যাকাউন্ট থাকে যেগুলো এখন ব্যবহার করা হয় না আবার পাসওয়ার্ড এবং নাম্বার ভুলে গেছি। এমন একাউন্ট গুলো ফেসবুক থেকে মুছে ফেলার জন্য কি করতে হবে? আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে পুরনো ফেসবুক একাউন্ট মুছে ফেলার উপায় কি?

নতুন একাউন্টে তো নাই ফেসবুকে পুরো অ্যাকাউন্ট মুছে ফেলা তুলনামূলক একটু কঠিন। যেকোনো নতুন অ্যাকাউন্ট ফেক থাকলে দ্রুত ফেসবুক কমিউনিটি সেন্টার থেকে ডিলিট করে দেয় কিন্তু পুরনো ফেসবুক একাউন্টে রিপোর্ট করার পরেও ভালো কোন ফলাফল পাওয়া যায় না। 

পুরনো ফেসবুক একাউন্টের নাম্বার মনে থাকলে আইডি লগইন করে পাসওয়ার্ড দিয়ে আইডি ডিলিট করতে পারবেন কিন্তু যদি ফেসবুক নাম্বার এবং facebook পাসওয়ার্ড মনে না থাকে তাহলে পুরনো ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলা প্রায় অসম্ভব। 

তবে পুরনো ফেসবুক একাউন্টে রিপোর্ট করতে পারেন। সঠিক উপায়ে ফেসবুক অ্যাকাউন্টের রিপোর্ট করা হলে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়। 

পাঠকদের কিছু মন্তব্য 

ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম কি? 

আপনি কি ফেসবুকে পাসওয়ার্ড পরিবর্তন করতে চান? যারা নতুন ফেসবুক ব্যবহার করছেন তারা অনেকেই জিজ্ঞাসা করেন ফেসবুকে পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম কি? ফেসবুকে পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম হলো

প্রথমে ফেসবুক ওপেন করুন এবং ডান সাইডের ওপরে ক্লিক করে নিচে স্ক্রল করুন। নিচে একটি সেটিং নামে অপশন রয়েছে সেটিং এ ক্লিক করে password and security নামক বাটন এ ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। 

পুরনো ফেসবুক আইডি মুছে ফেলার উপায় কি? 

পুরনো ফেসবুক আইডি মুছে ফেলার জন্য সেই আইডি পাসওয়ার্ড এবং নাম্বার জানতে হবে। সেই পুরনো একাউন্ট লগইন করে সেটিং এ প্রবেশ করে account and information বাটনে ক্লিক করে account ownership and control পেজে প্রবেশ করতে হবে। 

তারপর দুইটি অপশন আসবে deactivate account or delete account। সরাসরি delete account ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে নিচের কন্টিনিউ বাটারে ক্লিক করলে পুরনো ফেসবুক আইডি ফেসবুক থেকে মুছে যাবে। 

পুরনো পাসওয়ার্ড ছাড়া ফেসবুকে পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম কি?

ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে পূর্বের পাসওয়ার্ড প্রবেশ করানোর মাধ্যমেও ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা যায় কিন্তু আপনি যদি পুরনো পাসওয়ার্ড ভুলে যান এবং বর্তমান সময়ে পসওয়ার্ড ভুলে যান তাহলে

পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য নাম্বার অথবা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। নাম্বার অথবা জিমেইল অ্যাকাউন্টে এটি ছয় সংখ্যার otp কোড যাবে। সেই ওটিপি কোড ফেসবুকে দিয়ে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

উপসংহার: ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো

সুপ্রিয় পাঠক আশা করছি আপনারা আজকের এই পোস্টের মাধ্যমে বুঝতে পেরেছেন কিভাবে নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখতে হয় পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কি, ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি এখন করনীয় কি কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে হবে এবং নাম্বার ও জিমেইল ছাড়া ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

অনেকে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন যে পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি আমি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি এখন কিভাবে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করব? ফেসবুক পাসওয়ার্ড রিসেট করা খুবই সহজ ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার জন্য নাম্বার এবং gmail account থাকলে gmail অথবা নাম্বারে একটি otp সেন্ড করে সেই ওটি ফেসবুকে পেস্ট করে পাসওয়ার্ড রিসেট করা যাবে।

আর যদি নাম্বার অথবা gmail হারিয়ে যায় তাহলে ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড কিভাবে রিসেট করব? নাম্বার জিমেইল এবং পাসওয়ার্ডটি ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড রিসেট করার জন্য কিংবা পরিবর্তন করার জন্য যেকোনো একটি মোবাইলে সেই আইডি লগইন থাকা খুবই জরুরী। 

একটি ফোনে আইডি লগইন থাকলে সেই একাউন্টের সাহায্যে কোন প্রকার জিমেইল নাম্বার এবং পাসওয়ার্ড ছাড়াই সেই আইডি অন্য ফোনে লগইন করতে পারবেন এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। উপরে আমরা সমস্ত নিয়ম A - Z শেয়ার করেছি ওপরে নিয়ম গুলো দেখে নিলে ১০০ % গ্যারান্টি সহ পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং নিজের পাসওয়ার্ড দেখতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ড্রিমার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url