ছানার কালোজাম মিষ্টি বানানোর রেসিপি | ১০ মিনিটে কালোজাম মিষ্টি

মাত্র 10 মিনিটের ছানার কালোজাম মিষ্টি বানানোর রেসিপি খুজছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন। দোকানের মত বাসায় পারফেক্ট কালোজাম মিষ্টি বানানোর রেসিপি সম্পর্কে আজকের এই পোস্টে আমরা শেয়ার করব। ছানার কালো জাম মিষ্টি বানানোর রেসিপি এবং কালোজাম মিষ্টির উপকরণ সম্পর্কে জানতে এই পোষ্টটি সম্পূর্ণ দেখতে থাকুন। 
ছানার কালোজাম মিষ্টি বানানোর রেসিপি
আপনি যদি এই রেসিপি অনুসারে বাসায় কালোজাম মিষ্টি তৈরি করেন তাহলে দোকানের মত গ্যারান্টি সহ পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরি হবে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক ছানার কালোজাম মিষ্টি বানানোর রেসিপি কালোজাম মিষ্টির উপকরণ কি।

পেজ সূচিপত্র : ছানার কালোজাম মিষ্টি বানানোর রেসিপি | ১০ মিনিটে কালোজাম মিষ্টি

       ভূমিকা       
কালো জাম মিষ্টি খেতে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম। আমাদের প্রত্যেকের পছন্দ আলাদা। কেউ সাদা মিষ্টি খেতে ভালোবাসে, কেউ লাল মিষ্টি খেতে ভালোবাসে। কিন্তু আমরা প্রত্যেকেই কালোজাম মিষ্টি খেতে খুব ভালোবাসি। কালো জাম মিষ্টি হালকা মিষ্টি স্বাদযুক্ত হয় এবং খেতে খুবই সুস্বাদু। 

বাসায় যে কোন সময় এই রেসিপি অনুসারে কালোজাম মিষ্টি তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারবেন। সবসময় দোকানে যেয়ে মিষ্টি ক্রয় করা সম্ভব হয় না বাসায় দুধ, চিনি এই উপকরণ গুলো থাকলে যে কোন সময় কালোজাম মিষ্টি তৈরি করতে পারবেন। নিচে দেখে নিন কালোজাম মিষ্টি বানানোর রেসিপি দেওয়া রয়েছে। 

কালো জাম মিষ্টির উপকরণ 

কালো জাম মিষ্টি তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন? বাসায় থাকা দুধ, আটা, চিনি থাকলে খুব সহজে কালোজাম মিষ্টি তৈরি করতে পারবেন। কালো জাম মিষ্টি তৈরি করার জন্য বেশি কিছু উপকারের প্রয়োজন নেই শুধুমাত্র নিম্ন উপকরণ গুলো থাকলে বাসায় কালোজাম মিষ্টি তৈরি করতে পারবেন। 
গুঁড়ো দুধ অথবা লিকুইড দুধ কিংবা ছানা 
  • আটা 
  • তেল
  • চিনি
  • ঘি অথবা বাটার
এই ৫ টি উপাদান এর মাধ্যমে কালোজাম মিষ্টি তৈরি করা হয়। আমাদের প্রত্যেকের বাসাতেই দুধ আটা তেল চিনি এবং ঘি থাকে। নিচের রেসিপি দেখে যেকোনো সময় বাসায় বাচ্চাদের কালোজাম মিষ্টি তৈরি করে খাওয়াতে পারবেন। চলুন ঝটপট দেখে নেওয়া যাক কালোজাম মিষ্টি বানানোর রেসিপি।

কালোজাম মিষ্টি বানানোর রেসিপি

কালোজাম মিষ্টি বানানোর রেসিপি খুবই সোজা শুধুমাত্র বাসায় থাকা কিছু উপকরণের সাহায্যে এই মিষ্টি তৈরি করতে পারবেন। কালো জাম মিষ্টি বানানোর রেসিপি হল, 
  • এক কাপ পাউডার দুধের মধ্যে হাফ কাপ আটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 
  • তারপর এক চা চামচ বেকিং সোডা দিয়ে চামচের সাহায্যে নাড়াচাড়া করে বেকিং সোডা মিশিয়ে দিতে হবে।
  • পরিমাণ মতো দুধ অথবা হালকা গরম পানি দিয়ে নাড়াচাড়া করতে হবে। 
  • অতিরিক্ত পানি দিয়ে পাতলা করা যাবে না মিশ্রণটি শক্ত রাখতে হবে। 
  • তারপর ঘি অথবা বাটার দিতে হবে। ঘি দিলে ভালো একটি সুঘ্রাণ আসবে।
  • এভাবে দশ মিনিট রেখে দিতে হবে।
  • এবার হাতে একটু ঘি মাখিয়ে নিন। তারপর মিষ্টি তৈরি করা শুরু করুন। অল্প পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে গোল গোল মিষ্টি তৈরি করুন।
  • মিষ্টিগুলো সব তৈরি হয়ে গেলে, চুলায় একটি পাত্রে তেল গরম করুন।
  • তারপর মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিন। 
  • তিন থেকে চার মিনিট মিষ্টি গুলো ভেজে নিতে হবে। ব্রাউন কালার না আসা পর্যন্ত ভাজতে হবে।
  • ব্রাউন কালার চলে আসলে ঝটপট মিষ্টিগুলো তুলে ফেলতে হবে। 
এবার চুলায় আরো একটি পাত্র নিন। এক কাপ চিনি এবং অল্প পরিমাণ পানি দিয়ে চিনির সিরা তৈরি করতে হবে। 

চিনের শিরা পাতলা থাকা অবস্থায় মিষ্টিগুলো সেরার মধ্যে ছেড়ে দিতে হবে। বড় একটি ঢাকুণের সাহায্যে পাত্রটি ঢেকে দিতে হবে। ছয় থেকে সাত মিনিট এভাবে চুলায় জাল দিতে হবে। মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে আসলে চুলা বন্ধ করে দিন এবং এভাবেই আরো পাঁচ মিনিট রেখে দিন। 

তারপর গরম গরম কালো জাম মিষ্টি পরিবেশন করুন। পরিবেশন করার জন্য কিসমিস বাদাম ব্যবহার করতে পারেন। এভাবে মাত্র 20 মিনিটে আটা দুধ এবং চীনের সাহায্যে কালোজাম মিষ্টি তৈরি করতে পারবেন। অনেকে জিজ্ঞাসা করেন ছানার কালোজাম মিষ্টি বানানোর রেসিপি? ছানা দিয়ে কি কালোজাম মিষ্টি তৈরি করা যায়?

ছানার কালোজাম মিষ্টি বানানোর রেসিপি

ছানার কালোজাম মিষ্টি বানানোর রেসিপি খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন ছানা দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয় এবং দোকানে তুলনায় আরো বেশি নরম তুলতুলে হয়। ছানা দিয়ে যে কোন মিষ্টি তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয়, ছানা তৈরি খাবার খুবই পুষ্টিকর এবং স্বাদের গুনে ভরপুর। 
  • ছানা দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করা খুবই সহজ প্রথমে দুধ ফেটিয়ে ছানা তৈরি করতে হবে। 
  • ছানা থেকে পানি সম্পূর্ণরূপে ঝরে না পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
  • ছানার ভেতরে পানি থাকলে মিষ্টি ভেতরে নরম কাঁচা হয়ে থাকবে।
  • ছানার মধ্যে অল্প পরিমাণ আটা নিয়ে মিশাতে হবে এবং মসৃণটি অনেক নরম করতে হবে। তার ওপর ঘি দিতে হবে। 
  • ঘি দিলে খুব ভালো একটি সুঘ্রাণ এবং স্বাদ আসে।
  • পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত হাতের সাহায্যে ছানার মিশ্রণটি মাখতে হবে। যত বেশি ছানার মিশ্রণটিকে মাখবেন তত বেশি নরম হবে।
  • ছানা তৈরি হয়ে গেলে হাতের সাহায্যে গোল গোল করে মিষ্টি তৈরি করতে হবে।
  • মিষ্টি তৈরি হয়ে গেলে এবার চুলায় একটি পাত্রের মধ্যে তেল গরম করতে হবে। 
  • তেল গরম হয়ে গেলে তার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। 
  • হালকা মিষ্টি ব্রাউন কালার হয়ে আসলে তুলে ফেলতে হবে। 
  • এবার অন্য আরেকটি পাত্রে চিনে সেটা তৈরি করার জন্য পাঁচের মধ্যে এক কাপ পরিমাণ চিনি এবং অল্প পরিমাণ পানি নিয়ে তিনি সেরা তৈরি করতে হবে। 
  • চিনির সেরা পাতলা থাকা অবস্থায় মিষ্টিগুলো সেরার মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর বড় একটি ঢাকুণের সাহায্যে পাত্রটি ঢেকে দিতে হবে।
  • পাঁচ থেকে ছয় মিনিট পর মিষ্টিগুলো ফুলে উঠলে চুলা বন্ধ করে দিতে হবে। 
  • তারপর এভাবেই কিছুক্ষণ রেখে দিতে হবে। 
পরিবেশন এর জন্য কিসমিস বাদাম ব্যবহার করে এবার পরিবেশন করতে পারেন। যেকোনো সময় এভাবে বাসায় ছানা আটা এবং চিনির সাহায্যে কালোজাম মিষ্টি তৈরি করতে পারবেন। কালো জাম মিষ্টির মধ্যে স্বাদ আরো বৃদ্ধি করার জন্য ক্রিম দুধ ব্যবহার করতে পারেন।

ওপরের এই রেসিপি অনুসারে বাসায় মিষ্টি তৈরি করলে ১০০% গ্যারান্টি সহ দোকানে তুলনায় বেশি স্বাদ হবে। সুপ্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বাসায় ছানার কালোজাম মিষ্টি বানানো রেসিপি সম্পর্কে।

কালোজাম মিষ্টি কেন ফেটে যায় 

আপনারা অনেকেই বলেন যে, বাসায় কালোজাম মিষ্টি তৈরি করার সময় মিষ্টি গুলো ফেটে যায়। এর কারণ কি? বাসায় কিভাবে পারফেক্ট মিষ্টি তৈরি করতে হয়? পারফেক্ট মিষ্টি তৈরি করার জন্য পারফেক্ট মিষ্টির ডো তৈরি করতে হবে। ডো বলতে বোঝায় যখন একত্রে সমস্ত উপকরণ মিশিয়ে মিষ্টি তৈরি করা হয়।
  • মিশ্রণটি অতিরিক্ত পাতলা হয়ে গেলে মিষ্টির ভেতরে কাঁচা থেকে চাই। 
  • মিশ্রণটি অতিরিক্ত মোটা হয়ে গেলে মিষ্টি ফেটে যায়। 
  • মিষ্টির মিশ্রণে যখন অতিরিক্ত বেকিং সোডা কিংবা বেকিং পাউডার মেশানো হয় তখনও মিষ্টিটি চিনির সেরার মধ্যে দিলে ফেটে যায়। 
  • কালো জাম মিষ্টির মিশ্রণটি অতিরিক্ত পাতলা হলে মিষ্টি চুপসে যায়।
বাসায় পারফেক্ট মিষ্টি তৈরি করার জন্য প্রথমে মিষ্টির মিশ্রণটিকে পারফেক্ট তৈরি করতে হবে। এক কাপ গুঁড়ো দুধের মধ্যে হাফ কাপ আটা মিশাতে হবে। মিশ্রণটি হাতের সাহায্যে দেখতে হবে অতিরিক্ত মোটা কিংবা পাতলা হয়ে গেছে নাকি। অতিরিক্ত মোটা হয়ে গেলে দুধের সাহায্যে পাতলা করতে হবে।

যখন মিষ্টিগুলো তেলের মধ্যে ছাড়া হয় তখন মিষ্টি ব্রাউন কালার হয়ে আসলে তুলে ফেলতে হবে। অনেকে দীর্ঘ সময় পর্যন্ত তেলের মধ্যে মিষ্টি ভাঁজতে থাকে এজন্য মিষ্টির শক্ত হয়ে যায়। ওপরের কয়েকটি টিপস অনুসরণ করলে আশা করছি আর কখনো মিষ্টি ভেঙে যাবে না কিংবা মিষ্টির চুপসে যাবে না।

প্রথমবার ১/২ বার মিষ্টি ভালো না হলে চিন্তার কোন বিষয় নেই। বারবার ট্রাই করলে ধীরে ধীরে পার্ফেক্ট মিষ্টি তৈরি করে আপনি শিখে যাবেন। আটা এবং দুধের সাথে কতটুকু পানি মেশাতে হবে এই বিষয়টি জানা খুবই জরুরী। মিশ্রণটি পাতলা এবং মোটা হয়ে যাওয়ার কারণে মিষ্টি পারফেক্ট হয় না।

পাঠকদের কিছু প্রশ্ন এবং উত্তর FAQ 

কালো জাম মিষ্টি ছানা দিয়ে তৈরি করা যায়?

হ্যাঁ, কালোজাম মিষ্টি ছানা দিয়ে তৈরি করলে বেশি সুস্বাদু হয়। কালোজাম মিষ্টি ছানা দিয়ে এবং পাউডার দুধ উভয় উপকরণ দিয়ে তৈরি করা যায় বাসায় যদি ছানা থাকে তাহলে অবশ্যই ছাড়া দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করবেন এতে মিষ্টি খেতে খুবই সুস্বাদু হবে।

মিষ্টি তৈরি করতে কত সময় লাগে? 

মিষ্টি তৈরি করতে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগে এবং কালো যে মিষ্টি তৈরি করতে সর্বোচ্চ ১৫ মিনিট সময় প্রয়োজন। কিভাবে কালোজাম মিষ্টি বাসায় তৈরি করতে হয় সেই বিষয়ে জানতে ওপরে দেখে নিন আজকের এই পোস্টটি কালোজাম মিষ্টি তৈরি করার রেসিপি শেয়ার করেছি। 

কালো জাম মিষ্টি তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন?

কালোজাম মিষ্টি তৈরি করতে আটা, লবণ, দুধ, তেল এবং বেকিং পাউডার প্রয়োজন। এই কয়েকটি উপাদান উপস্থিত থাকলে খুব সহজেই যে কোন সময় বাসায় কালোজাম মিষ্টি তৈরি করতে পারবেন এছাড়াও আপনি যদি জানতে চান কিভাবে কালোজাম মিষ্টি তৈরি করতে হয় অথবা কালোজাম মিষ্টি রেসিপি কি তাহলে ওপরে দেখে নিন।

লেখক এর শেষ মন্তব্য 

সুপ্রিয় পাঠক আজকের এই প্রতিবেদনে আমরা দেখলাম কালো জাম মিষ্টি বানানোর রেসিপি ছানার কালোজাম মিষ্টি বানানোর রেসিপি কালোজাম মিষ্টি কেন পারফেক্ট হয় না এবং কালোজাম মিষ্টির উপকরণ সম্পর্কে। আমরা প্রত্যেকেই কালোজাম মিষ্টি খেতে খুব ভালোবাসি কালোজাম মিষ্টি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। 

তাই আজকের এই প্রতিবেদনে আমরা বাসায় কালোজাম মিষ্টি তৈরি করার রেসিপি শেয়ার করলাম এই রেসিপি অনুসারে যে কোন সময় বাসায় কালোজাম মিষ্টি তৈরি করতে পারবেন আর কারো জন্য মিষ্টি তৈরি করার জন্য বেশি উপকরণেরও প্রয়োজন হয় না শুধুমাত্র আটা চিনি দুধ এবং তেল থাকলে বাসায় ঝটপট এই মিষ্টি তৈরি করতে পারবেন। 
আর অনেকে যারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন যে কালোজাম মিষ্টি কেন ভেঙে যায় এবং পারফেক্ট হয় না এর কারণ কি তাদের উদ্দেশ্যে আজকের এই পোস্টে আমরা কালোজাম মিষ্টি ভেঙে যাওয়ার অথবা চুপসে যাওয়ার কারণ গুলো শেয়ার করলাম। আশা করছি আপনারা আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে উপকৃত হয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ড্রিমার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url