nokshi pitha recipe - নকশি পিঠা বানানোর রেসিপি

nokshi pitha recipe খুঁজছেন? বাসায় থাকা চার থেকে পাঁচটি উপকরণ এর মাধ্যমে নকশি পিঠা তৈরি করা যায়। আজকের এই পোস্টে আমরা নকশি পিঠা বানানোর রেসিপি, শামুক পিঠা বানানোর নিয়ম এবং ভাপা পিঠা বানানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 
nokshi pitha recipe - নকশি পিঠা বানানোর রেসিপি
আপনারা যারা পিঠা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই উপকারী। শীতকালে বাসায় ঝটপট পিঠা তৈরি করতে নিচের এই nokshi pitha recipe - নকশি পিঠা বানানোর রেসিপি, ভাপা পিঠা বানানোর নিয়ম এবং শামুক পিঠা বানানোর নিয়ম সম্পর্কে দেখে নিন। 

নকশি পিঠার উপকরণ

নকশি পিঠা তৈরি করা খুবই সহজ এখানে খুব অল্প পরিমাণ উপকরণ প্রয়োজন যেমন আটা, চিনি, তেল এবং গুর। শুধুমাত্র আটা চিনির তেল এবং গুড়ের মাধ্যমে নকশী পিঠা তৈরি করা হয়। বাসায় যদি আটা চিনি তেল এবং গুড় থাকে তাহলে খুব সহজেই যেকোনো সময় নকশি পিঠা তৈরি করতে পারবেন। 

আরো দেখুন: কালোজাম মিষ্টি তৈরির উপকারিতা সম্পর্কে জানুন
নকশী পিঠাই স্বাদ আরো বৃদ্ধি করার জন্য ক্রিমি দুধ মিশাতে পারেন। যেকোনো পিঠাতে ক্রিমি দুধ ব্যবহার করলে স্বাদ আরো দ্বিগুণ হয়। চলুন আমরা ঝটপট দেখে আসি ওপরের এই উপকরণগুলোর সাহায্যে কিভাবে বাসায় নকশী পিঠা বানাতে হয়। 

নকশি পিঠা বানানোর রেসিপি 

আপনি কি নকশি পিঠা বানানোর রেসিপি খুঁজছেন? বাঙ্গালীদের প্রিয় পিঠা হলো নকশী পিঠা খেতে যেমন সুস্বাদু দেখতে তেমন সুন্দর বিভিন্ন মেলা অথবা অনুষ্ঠানে এই নকশি পিঠা কিনতে পাওয়া যায়। আগে শীতকালে বাঙ্গালীদের বাড়ি পিঠার সুঘ্রানে ভরে যেত। গ্রামাঞ্চলে শীতকালে পিঠা উৎসব বেশি দেখা যায়। 

শীতকাল আসতে না আসতেই গ্রাম অঞ্চল থেকে পিঠা সুঘ্রান আসতে শুরু করতো। কিন্তু সময়ের ব্যবধানে এখন সেই সমস্ত দিন কোথায় হারিয়ে গেছে অনেকে জানে না কিভাবে পিঠা তৈরি করতে হয়। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা নকশি পিঠা বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। 
  • নকশি পিঠা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে এক কাপ ময়দা নিতে হবে।
  • হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে ভালো ভাবে মিশাতে হবে।
  • অল্প পরিমাণ লবণ মিশাতে হবে।
  • খুব ভালোভাবে মিশ্রণটি নাড়াচাড়া করতে হবে।
  • হালকা গরম পানি অথবা গরম দুধ দিয়ে নকশি পিঠার ডো তৈরি করতে হবে।
  • পিঠার মিশ্রণ অথবা ডো তৈরি হয়ে গেলে তার ওপর পাতলা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। 
  • পাঁচ থেকে ছয় মিনিট পর সেই ডো থেকে অল্প পরিমাণ মিশ্রণ হতে নিয়ে পছন্দ অনুসারে পিঠার নকশা তৈরি করতে হবে। 
  • নকশী পিঠা নাম দেওয়া হয় এর নকশার জন্য। নকশী পিঠা দেখতে খুবই সুন্দর হয়। বাজারে নকশী পিঠা তৈরির মেশিন পাওয়া যায়। মেশিন না থাকলে হাতের সাহায্যে নকশা তৈরি করতে পারেন। 
  • নকশি পিঠার নকশা আরও সুন্দর করার জন্য পিঠার ওপর হালকা ঘি মাখিয়ে নিতে হবে তারপর একটি কাঠির সাহায্যে নকশা তৈরি করতে হবে। 
  • নকশী পিঠা তৈরি হয়ে গেলে, চুলায় পাত্রে তেল গরম করতে হবে।
  • গরম তেলের মধ্যে নকশী পিঠা গুলো ছেড়ে দিতে হবে। পিঠাগুলো ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে ফেলতে হবে। 
  • সমস্ত পিঠা ভাজা শেষে চুলায় আরো একটি পাত্র নিতে হবে। 
  • পাত্রের মধ্যে দুই কাপ পরিমাণ চিনি অথবা গুর এবং ২ কাপ পরিমাণ পানি দিয়ে চিনির অথবা গুরের সেরা তৈরি করতে হবে। 
  • চিনির সেরা বাদামী রঙের গাঢ় হয়ে আসলে সেই সময় চুলা থেকে পাত্রটি নামিয়ে ফেলতে হবে। 
  • চিনি অথবা গুড়ের সেরা ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 
  • হালকা ঠান্ডা হয়ে আসলে নকশী পিঠাগুলো সেই সেরার মধ্যে ছেড়ে দিতে হবে।
চিনির সেটা যদি অতিরিক্ত গরম থাকে তাহলে নকশী পিঠাগুলো নরম হয়ে যাবে এজন্য হালকা গরম থাকা অবস্থায় পিঠাগুলো চিনির সেড়ার মধ্যে ছেড়ে দিতে হবে। 

তারপর পরিবেশন এর জন্য কিসমিস বাদাম ব্যবহার করতে পারেন। এভাবে মাত্র ১০ মিনিটের বাসায় নকশি পিঠা তৈরি করতে পারবেন। নকশি পিঠা দেখতে খুবই সুন্দর হয়। নকশী পিঠা সুন্দর হওয়ার পাশাপাশি খেতেও সুস্বাদু। সুপ্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন নকশী পিঠা বানানোর রেসিপি সম্পর্কে এবার চলুন আমরা দেখে আসি শামুক পিঠা বানানোর নিয়ম। 

শামুক পিঠা বানানোর নিয়ম

নরসিংদীর বিখ্যাত পিঠা তৈরি করার নিয়ম সম্পর্কে জানতে চান? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন নরসিংদী এই শামুক পিঠার জন্য বিখ্যাত। শামুক পিঠা খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার আজকে আমরা দেখব শামুক পিঠা বানানোর নিয়ম। শামুক পিঠা তৈরি করার জন্য কি কি উপকরণ প্রয়োজন?
  • চালের আটা
  • ঘি
  • গুঁড়ো দুধ
  • গুর
  • তেল 
উপরের এই পাঁচটি উপকরণ বাসায় থাকলে যে কোন সময় শামুক পিঠা বানাতে পারবেন। শামুক পিঠা রেসিপি খুবই সহজ। নিচে একবার দেখে নিলে বাসায় যে কোন সময় এই পিঠাটি বানাতে পারবেন।
  • প্রথমে একটি পাত্রে গরম পানি ফুটিয়ে নিতে হবে। 
  • তারপর আলাদা একটি পাত্রে চালের আটা গুলো একটি ছাকনির সাহায্যে ছেঁকে নিতে হবে।
  • চালের আটার মধ্যে হাফ কাপ পাউডার দুধ এবং হালকা লবঙ্গ দিয়ে মিশিয়ে নিতে হবে।
  • তারপর হালকা গরম পানির মধ্যে চালের আটা ও গুড়ো দুধ দিয়ে দিতে হবে।
  • পিঠার ডো তৈরি করতে হবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করতে হবে।
  • এবার অল্প পরিমাণ ডো অথবা আটা হাতে নিয়ে শামুক পিঠা তৈরি করতে হবে।
  • শামুক পিঠা তৈরি করার জন্য দুইটি চিরুনি প্রয়োজন।
  • অল্প পরিমাণ আটা নিয়ে দুইটি চিরুনি একত্রে ব্যবহার করে শামুক পিঠা তৈরি করা হয়।
  • প্রথমে আটা নিয়ে হাতের সাহায্যে উপরের অংশটি গোল রাখতে হবে এবং নিচের অংশটি চক্ষুস করতে হবে।
শামুক পিঠা বানানোর নিয়ম
  • তারপর চিরুনির ওপর আটা রেখে আর একটি চিরুনির সাহায্যে শামুক পিঠা তৈরি করতে হবে। 
শামুক পিঠা বানানোর নিয়ম
  • শামুক পিঠা তৈরি হয়ে গেলে তেলে ভেজে নিতে হবে। ৩ থেকে ৪ মিনিট পর্যন্ত ভাজতে হবে। 
  • এভাবে দুই থেকে তিন দিন একটি পাত্রের মধ্যে সমস্ত ভাজা শামুক পিঠা সংরক্ষণ করে রাখুন। 
  • তিনদিন পর আবারো কড়াইয়ে তেল নিয়ে সে পিঠাগুলো আরো একবার হালকা ভেজে নিতে হবে। 
  • তারপর অপর একটি পাত্রে গুড় এবং পানি নিয়ে ১০ মিনিট চুলায় জ্বাল দিতে হবে।
  • গুড়ের সেরা আঠালো হয়ে আসলে চুলা বন্ধ করে দিতে হবে। তারপর শামুক পিঠা গুলো সেই সেরার মধ্যে ছেড়ে দিতে হবে।
  • এভাবে ২০ মিনিট রেখে দিন। 

এখন পরিবেশনের জন্য শামুক পিঠা প্রস্তুত হয়ে গেছে। পরিবেশন করার সময় কিসমিস বাদাম ব্যবহার করতে পারেন। এভাবে যে কোন সময় বাসায় শামুক পিঠা তৈরি করতে পারবেন। নরসিংদীর সবচেয়ে জনপ্রিয় এই পিঠা। সুপ্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন শামুক পিঠা বানানোর নিয়ম কি এবার চলুন আমরা ঝটপট দেখে আসি ভাপা পিঠা বানানোর নিয়ম কি।

ভাপা পিঠা বানানোর নিয়ম 

বাসায় ভাপা পিঠা তৈরি করতে চান? শীতকালে ভাপা পিঠা খেতে আমরা প্রত্যেকে ভালোবাসি সকালে উঠে গরম গরম ভাপা পিঠা খেতে খুবই সুস্বাদু। আর ভাপা পিঠা সুস্বাদু হওয়ার পাশাপাশি পুষ্টিগুনে ভরপুর। ভাপা পিঠা চালের গুঁড়ো এবং গুড় ও নারকেলের মাধ্যমে তৈরি করা হয়। এখানে কোন তৈলাক্ত পদার্থ নেই। এই জন্য ভাপা পিঠা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিয়মিত সকালে উঠে একটি ভাপা পিঠা খেলে সারাদিন শরীরে প্রচুর শক্তি উৎপন্ন হয়।

ভাপা পিঠা তৈরি উপকরণ 

সবচেয়ে কম উপকরণে ভাপা পিঠা তৈরি করা হয়। শুধুমাত্র চালের গুঁড়ো এবং গুড়ের সাহায্যে ভাপা পিঠা তৈরি করা যায়। তবে স্বাদ বৃদ্ধির জন্য আমরা নারকেল গুঁড়ো দুধ সহ আরো অন্যান্য উপাদান ব্যবহার করি। যেমন ভাপা পিঠা তৈরি করতে:
  • চালের গুঁড়ো 
  • নারকেল 
  • চকলেট
  • গুর
  • ঘি
উপরের এই উপকরণ গুলোর মাধ্যমে ভাপা পিঠা তৈরি করা হয়। ভাপা পিঠা শুধুমাত্র চাঁদের গুরু এবং গুরু দিয়েও তৈরি করা যায় কিন্তু পরিবেশনের সময় সৌন্দর্যতা এবং স্বাদের জন্য চকলেট ঘি এবং নারকেল ব্যবহার করা হয়। 

ভাপা পিঠা তৈরি রেসিপি 

ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি হাঁড়ি ক্রয় করতে হবে। ভাপা পিঠা তৈরি করার আলাদা হাড়ি পাওয়া যায়। ভারী না থাকলে রাইস কুকারেও ফাঁপা পিঠা তৈরি করা যায়। প্রথমে ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুড়ো ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে।
  • পিঠা তৈরি করার আগে হাঁড়ি প্রস্তুত করতে হবে। 
  • ভাপা পিঠা তৈরির হাঁড়ির মধ্যে অর্ধেক এর একটু বেশি পরিমাণ পানি নিয়ে পানি চুলায় ফুটাতে হবে। তার ওপর ছিদ্রযুক্ত ঢাকুন দিতে হবে।
  • চালের গুড়ের মধ্যে অল্প পরিমাণ লবণ মিশিয়ে হালকা গরম পানি অথবা দুধ দিতে পারেন। খুবই অল্প পরিমাণে গরম পানি অথবা দুধ ব্যবহার করতে হবে। 
  • তারপর একটি বাটির মধ্যে অল্প পরিমাণ চালের গুরা নিয়ে তার ওপর গুড় এবং নারকেল দিতে হবে। তার ওপর আবারো চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিতে হবে।
  • ভাপা পিঠের বাটি তৈরি হয়ে গেলে সেই ভাপা পিঠা তৈরির হাড়ির ওপর যে ছিদ্রযুক্ত ঢাকুন দেওয়া রয়েছে সেই ঠাকুর এর উপর একটি পাতলা কাপড় দিতে হবে। কাপড়ের ওপর ভাপা পিঠার বাটি উল্টো করে বসিয়ে দিতে হবে।
  • এবার ওপর থেকে বাটি তুলে নিয়ে সে কাপড়ের সাহায্যে ঢেকে দিতে হবে।। 
  • পাঁচ মিনিট পর কাপড় তুলে দেখতে হবে ভাপা পিঠা হয়েছে নাকি। 
তারপর একটি পিঠা হয়ে গেলে আর একটি বাটির মধ্যে আবারো একইভাবে চালের গুড়া নিতে হবে তারপর অল্প পরিমাণ গুড় ও নারকেল দিয়ে আবারো চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা তৈরি করতে হবে।

একইভাবে কাপড়ের ওপর পিঠার বাটি উল্টো করে বসিয়ে দিতে হবে। উপর থেকে পিঠার বাটি তুলে নিয়ে কাপড়ের সাহায্যে পিঠা ঢেকে দিতে হবে।

এভাবেই ভাপা পিঠা তৈরি করা হয় ভাপা পিঠা তৈরি করা সবচেয়ে সহজ এবং সবচেয়ে অল্প সময়ের মধ্যে এই পিঠা তৈরি করা যায়। পরিবেশনের জন্য আবারো নারকেল ভাপা পিঠার উপর ব্যবহার করতে পারেন পাশাপাশি একটু ঘিয়ে নিয়ে ভাপা পিঠার উপরে ভাগের অংশে মাখিয়ে দিতে হবে। এতে ভাপা পিঠা দেখে ঘি এর সুঘ্রান আসবে এবং খেতে বেশ সুস্বাদু হবে। সুপ্রিয়া পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভাপা পিঠা বানানোর নিয়ম কি।

শীতকালে মজা মূলত পিঠা নিয়েই। শীতকালে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়, গ্রামাঞ্চলে শীতকালে আশেপাশে বিভিন্ন রাস্তায় পিঠা বিক্রি করা হয়। শীতকাল গ্রামাঞ্চল পিঠার সুঘ্রানে ভরে ওঠে। বেশিরভাগ মানুষ শীতকালে শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে যায় কারণ গ্রামাঞ্চলের শীতের মজা বেশি উপভোগ করা যায়। 

যারা জানেনা কিভাবে বাসায় ভাপা পিঠা, শামুক পিঠা কিংবা নকশি পিঠা তৈরি করা হয় তাদের জন্য আজকের এই পোস্টটি। আজকের এই পোস্টে আমরা শামুক পিঠা নকশি পিঠা এবং ভাপা পিঠার রেসিপি শেয়ার করলাম। এই রেসিপি অনুসারে আপনারা খুব সহজে যে কোন সময় বাসায় পিঠা তৈরি করতে পারবেন।

লেখকের মন্তব্য : nokshi pitha recipe - নকশি পিঠা বানানোর রেসিপি

সুপ্রিয় পাঠক আজকের এই প্রতিবেদনে আমরা দেখলাম নকশি পিঠা বানানোর রেসিপি, শামুক পিঠা বানানোর নিয়ম এবং ভাপা পিঠা বানানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আমরা অনেকেই ভাপা পিঠা নকশি পিঠা এবং শামুক পিঠা খেতে খুব ভালোবাসি কিন্তু বাসায় তৈরি করতে পারি না। 

বাসায় ভাতা পিঠা তৈরি করা খুবই সহজ। পিঠা তৈরি করার জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই শুধুমাত্র চালের গুঁড়ো চিনি গুড় নারকেল এবং পাউডার দুধ থাকলে খুব সহজেই বাসায় পিঠা তৈরি করা যায়। ভাপা পিঠার তুলনায় নকশী পিঠা বানানো একটু কঠিন। অনেকেই নকশি পিঠার ডিজাইন করতে পারেনা এর জন্য কঠিন মনে হয়। 

নকশি পিঠার ডিজাইন করার জন্য মেশিন থাকলে খুব ভালো হয় তবে হাতে ডিজাইন করা একটু সময় সাপেক্ষ। এই জন্য বেশি রকম মানুষই নকশি পিঠা বানাতে পছন্দ করেনা। তবে ভাপা পিঠা বাসায় 5 থেকে 10 মিনিটের মধ্যে তৈরি করা যায়। এছাড়াও ভাপা পিঠার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আশা করছি আপনারা আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে বুঝতে পেরেছেন ভাপা পিঠা তৈরি করার নিয়ম কি এবং nokshi pitha recipe কি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ড্রিমার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url