কেশরাজ গাছ এর ১৯টি উপকারিতা ও ক্ষতিকর দিক
কেশরাজ গাছ এর উপকারিতা ও ক্ষতিকর দিক সম্পর্কে জানতে চান? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন। কালোকেশী অথবা কেশরাজ এই গাছটি চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী এই গাছটি বাংলাদেশের বিভিন্ন এলাকাতে দেখতে পাওয়া যায়। আজকের এই প্রতিবেদনে কেশরাজ দিয়ে চুলের যত্ন এবং কেশরাজ এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
কেশরাজ গাছগুলো সাধারণত ৫০ থেকে ৬০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। কেশরাজ গাছের পাতা এবং ছাল দিয়ে বিভিন্ন তেল তৈরি করা হয়, যা চুলের জন্য উপকারী। চলুন আমরা তাড়াতাড়ি দেখে আসি কেশরাজ গাছের উপকারিতা ও ক্ষতিকর দিকগুলো।
কেশরাজ গাছ এর উপকারিতা
কেশরাজ গাছের বহু উপকারিতা রয়েছে এটি এক প্রকার মহৌষধ হিসেবে কাজ করে কেশরাজ গাছের পাতা এবং চাল চুলের জন্য উপকারী। কেশো রাজ গাছ কেশোতি নামেও পরিচিত এর আরো বহু নাম রয়েছে যেমন কালোকে সিরিয়া কসুতি, খেতুয়া, কেউতি ,, কেশরে। ভারতের বহু কাজে এই কেশরাজ গাছ ব্যবহার করা হয় ভারত থেকে মূলত এই কেশরাজ নামকরণ করা হয়। নিচে দেখুন এই গাছের উপকারিতা ব্যাখ্যা করা রয়েছে।- কেশরাজ গাছের পাতা এবং চাল গুঁড়ো করে মাথায় ব্যবহার করলে মাথা ঠান্ডা থাকে এবং মাথায় রক্ত সঞ্চালন গতি বৃদ্ধি পায়।
- কেশরাজ গাছের পাতার রস চুলের জন্য খুবই উপকারী চুলের গোড়ায় এই রস লাগালে চুলের গোড়া আরো মজবুত হয় এবং অতিরিক্ত চুল পড়ার সমস্যা কমে যায়
- প্রতি সপ্তাহে অন্তত দুইবার কেশরাজ গাছের পাতার রস চুলে ব্যবহার করতে হবে এতে অতি দ্রুত চুল বড় হওয়া শুরু করবে।
- কেশরাজ গাছের পাতার রস কেটে যাওয়ার স্থানে ব্যবহার করলে জ্বালাপোড়া দূর হয় এবং দ্রুত ক্ষত অংশ শুকিয়ে যায়।
- কেশরাজ গাছের পাতা লিভারের সুরক্ষায় ব্যবহার করা হয়। কেশরাজ গাছের পাতার রস নিয়মিত পান করলে লিভার ভালো থাকে।
- কেশরাজ গাছের পাতার রস পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
- কেশরাজ গাছের ফুল থেকে প্রচুর পটাশিয়াম পাওয়া যায়। যা হার্টের জন্য উপকারী এবং হৃদরোগ এর ঝুঁকি কমায়।
- কেশরাজ গাছের পাতা চুলের জন্য খুবই উপকারী কেশরাজ গাছের পাতা থেকে ভরপুর ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এই দুইটি উপাদান চুল ভঙ্গুর হয়ে যাওয়ার রোধ করে এবং চুল দ্রুত বড় করতে সাহায্য করে।
- কেশরাজ গাছের পাতা ত্বকের জন্য উপকারী। ত্বকে একজিমা কিংবা সোরিয়াসিস এর সমস্যা থাকলে কিংবা চুলকানি থাকলে কেশরাজ গাছের পাতা বেটে ত্বকে এপ্লাই করতে হবে।
- কেশরাজ গাছের পাতা ঠান্ডা জাতীয়। এই পাতার রস থেকে প্রচুর পটাশিয়াম পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং রক্তচাপকে কমায়।
- কেশরাজ গাছের পাতার সাথে মধু মিশিয়ে খেলে দ্রুত রোগবালায় থেকে মুক্তি পাওয়া যাবে।
- কেশরাজ গাছের পাতা ডায়াবেটিস রোগীর জন্য উপকারী।
- কেশরাজ গাছের পাতার উপকারিতা অনেক। মৌসুমী সমস্যা যেমন জ্বর সর্দি কাশি নিরাময় করতে কেশরাজ গাছের পাতার রস পান করতে হবে।।
- কেশরাজ গাছের পাতার রস নিয়মিত পান করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে এবং মস্তিষ্ক আরো বিকাশ হবে।
- কেশরাজ গাছের পাতা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শরীর থেকে ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরলকে দূর করে।
- কেশরাজ গাছের পাতা স্বাস্থ্যের জন্য খুব উপকারী ইন্ডিয়াতে এই পাতার রস বেশ জনপ্রিয়।
- কেশরাজ গাছের পাতা নিয়মিত পান করলে হাঁটুতে কিংবা গিরায় গিরায় ব্যথা দূর হবে।
- কেশরাজ গাছের পাতা ত্বকের জন্যও উপকারী।
- থেকে অতিরিক্ত ব্রণ কিংবা কালো দাগের সমস্যা দূর করতে কেশরাজ গাছের পাতা বেটে ত্বকে ব্যবহার করতে হবে।
নিয়মিত কেশরাজ গাছের পাতার রস পান করার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে পাশাপাশি উচ্চ রক্তচাপের সমস্যা কমবে এবং হৃদরোগের ঝুঁকি কমবে। আমরা প্রত্যেকে নিশ্চয়ই হৃদরোগ সম্পর্কে জানি। হৃদরোগ একটি অতি মারাত্মক রোগ। হৃদরোগ এর ফলে হার্ট এ্যাটাক এবং স্টক হতে পারে।
তাই হৃদরোগ থেকে বাঁচতে নিয়মিত কেশরাজ গাছের পাতার রস পান করতে হবে এছাড়াও এই গাছের পাতায় চুলের জন্য এবং ত্বকের জন্য উপকারী কিছু কিছু বিজ্ঞানীরা বলেন কেশরাজ গাছের পাতার রস পান করার ফলে এলার্জির সমস্যা চিরতরে দূর হয়।
কেশরাজ গাছের উপকারিতা
কেশরাজ গাছের প্রতিটি অংশই স্বাস্থ্যের জন্য উপকারী যেমন কেশরাজ গাছের পাতা কেশরাজ গাছের ফুল এবং কেশরাজ গাছের ছালের অংশ। প্রতিটি অংশ স্বাস্থ্যের জন্য খুব উপকারী বিশেষ করে কেশরাজ গাছের পাতা চুলার জন্য উপকারী কিছু রাজ গাছের পাতা দিয়ে বিভিন্ন প্রকার তেল তৈরি করা হয় যার চুলের যত্নে ব্যবহার করা হয়।কেশরাজ গাছের ছাল থেকে বিভিন্ন প্রকার নাইট ক্রিম তৈরি করা হয়। কেশরাজ গাছের ছাল ত্বকের জন্য খুবই উপকারী এই গাছের শাল পেটে ত্বকে ব্যবহার করার ফলে ত্বক থেকে ব্রণ সহ কালচে দাগ দূর হবে। গাছের ফুল ভেজে খেলে হৃদরোগের ঝুঁকি কমবে। কেশরাজ গাছের পাতা বেটে চুলে ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হবে। আশা করছি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা সকলে কেশরাজ গাছের উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন।
কেশরাজ গাছের শিকড়ের উপকারিতা
বহুকাল আগে থেকেই কেশরাজ গাছের শিকড় দিয়ে বিভিন্ন ঔষধ তৈরি করা হয়। কেশরাজ গাছের শিকড় অত্যন্ত উপকারী একটি উপাদান যা বহুকাল আগে থেকে আয়ুর্বেদিক চিকিৎসার ব্যবহার করে আসা হচ্ছে। কেশরাজ গাছের শিকড় ব্যবহার করার নিয়ম হলো এর শিকল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেটে ত্বকে এপ্লাই করতে পারবেন অথবা শুকনো শিকড় গুড়ো করে একটি পাত্রের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন।কেশরাজ গাছের শিকল গুঁড়ো করে এর সাথে মধু এবং তুলসী পাতার রস মিশিয়ে খেলে উপকারিতা পাওয়া যাবে এটি এক ধরনের মহা ঔষধ যা নিমিষেই আপনার শরীর থেকে বিভিন্ন প্রকার রোগ বালাইকে দূর করবে।
- কেশরাজ গাছের শিকল এর রস পান করলে দ্রুত উচ্চ রক্তচাপ কমে যাবে এটি ম্যাজিক এর মত কাজ করে।
- কেশরাজ গাছের শিকড় দ্রুত হজম শক্তিকে বৃদ্ধি করে।
- কেশরাজ গাছের শিকল এর গুঁড়ো মাথায় ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে এবং চুলের গোড়া আরো মজবুত হবে।
- কেশরাজ গাছের শিকল এর রস পান করলে মাথা ব্যথা কমবে।
- কেশরাজ গাছের শিকড় থেকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।
- কেশরাজ গাছের শিকড় থেকে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান পাওয়া যায় যা প্রদাহ বিরোধী। এটি শরীর থেকে প্রদাহ দূর করে।
- কেশরাজ গাছের শিকড় একজিমা এবং সোরিয়াসিস সহ ফাঙ্গাস ইনফেকশন এবং চুলকানি জাতীয় যে কোন সমস্যা দূর করতে সাহায্য করে।
- কেশরাজ গাছের শিকড়ের উপকারিতা অনেক এই শিকড় নিয়মিত ব্যবহার করার ফলে মূত্রনালির ইনফেকশন দূর হবে।
- কেশরাজ গাছের শিকড় কিডনিতে পাথর হওয়ার রোধ করে এবং কিডনিকে পরিষ্কার রাখে।
- কেশরাজ গাছের শিকড়ের রস পান করে শরীরে প্রচুর এনার্জি উৎপন্ন হবে।
- কেশরাজ গাছের শিকর এলার্জি প্রতিরোধ করতে সাহায্য করে।
- কেশরাজ গাছের শিকড়ের রস পান করলে দ্রুত জ্বর কমে যায় এবং সর্দি কাশি জনিত সমস্যা ও দূর হয়।
কেশরাজ দিয়ে চুলের যত্ন
কেশরাজ পাতা ব্যবহার করে চুলের যত নিতে পারবেন। কেশরাজ পাতা চুলের জন্য খুবই উপকারী এটি চুলের সঠিক পুষ্টি নিশ্চিত করে এবং চুলকে দ্রুত বড় করতে সাহায্য করে এবং চুলের স্বাস্থ্য কে আরো উন্নত করে। কেশরাজ পাতা চুলে ব্যবহার করার ফলে দ্রুত চুল বড় হবে এবং সুদের করা আরো শক্তিশালী হবে চুল পড়া বন্ধ হবে।
প্রথমে কয়টি কয়েকটি কেশরাজ পাতা ভালোভাবে পরিষ্কার করে পাত্রে নিতে হবে। তারপর সে পাতাগুলোকে পাটাই বেটে রস বের করতে হবে। কেশরাজ পাতার রসের মধ্যে এক চা চামচ নারকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন এটি দ্রুত চুল পড়া বন্ধ করবে।
কেশরাজ পাতার রসের মধ্যে তুলসী পাতার রস এবং এক চা চামচ লেবুর রস ব্যবহার করে সরাসরি মাথায় লাগিয়ে ফেলুন। 15 থেকে 20 মিনিট পর মাথা হালকা গরম পানির সাহায্যে ধুয়ে ফেলুন। মাথায় অতিরিক্ত গরম পানি ব্যবহার করা যাবে না শীতকালীন সময় হালকা গরম পানি ব্যবহার করতে হবে আর গরমকালে নরমাল পানি ব্যবহার করতে হবে।
কেশরাজ পাতার রসের মধ্যে মেহেদি পাতার রস এবং পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন মেহেদি পাতা চুলের গোড়াকে শক্ত করে এবং পেঁয়াজের রস চুল এর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ একটি উপাদান। পেঁয়াজের রস চুলের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করবে এবং চুলকে দ্রুত ঘন বড় ও লম্বা করবে চুল পড়া বন্ধ করবে চুলের গোড়াকে মজবুত করবে।
কেশরাজ দিয়ে চুলের যত্ন করার সময় এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল এর জন্য উপকারী। চুলের যত্ন নিতে সপ্তাহে দুই থেকে তিনবার মাথায় তেল দিতে হবে। তোদের সাথে পেঁয়াজ এবং মেথি ব্যবহার করলে এতে দ্রুত চুল মজবুত হবে এবং চুল পড়ার সমস্যা কমে যাবে।
কেশরাজ গাছ কিভাবে ব্যবহার করব?
অনেকে জিজ্ঞাসা করেন কেশরাজ গাছ কিভাবে ব্যবহার করব? কেশরাজ গাছের শুরুতেই কেশ শব্দটি উচ্চারণ করা হয় কেশ অর্থাৎ চুল। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন এই গাছটি চুলের যত ব্যবহার করা হয় এবং চুল পড়ার দূর করতে চুলার আঁকা ফাটা দূর করতে চুলকে দ্রুত ঘন লম্বা ও কালো করতে কেশরাজ গাছ দুর্দান্ত ভূমিকা পালন করে।
এখন প্রশ্ন হলো কিভাবে এই গাছটি ব্যবহার করতে হবে? কেশরাজ গাছের ছাল গুঁড়ো করে মাথায় ব্যবহার করলে এতে চুল পরা কমেন্ট গাছের পাতার রস পান করলে হৃদরোগের ঝুকি কমে কেশরাজ গাছের ছাল রোদে শুকিয়ে গুঁড়ো করতে হবে। তারপর সেই গুড়ো গুলো একটি পাত্রে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং নিয়মিত গুলোর মধ্যে হালকা পানি ও মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারবেন। কিংবা চুলের ব্যবহার করতে পারবেন।
কেশরাজ গাছের পাতা ব্যবহারের নিয়ম
কেশরাজ গাছের পাতা ব্যবহার করার নিয়ম হল: কয়েকটি পাতা পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রের মধ্যে সংরক্ষণ করুন। যদি কেশরাজ গাছের পাতার রস পান করতে চান তাহলে বেটে এর রস বের করে গ্লাসের মধ্যে সংরক্ষণ করে তার মধ্যে এক চা চামচ মধু ও লেবুর রস মিশিয়ে খেতে হবে এতে হৃদ রোগের ঝুকি কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
কেশরাজ গাছের পাতা যদি চুলে ব্যবহার করতে চান তাহলে কিসের আজ গাছের পাতার রস বের করে তার মধ্যে লেবুর রস পেঁয়াজের রস এবং তুলসী পাতার রস মিশিয়ে সরাসরি ব্যবহার করুন এতে চুলের গোড়া আরো মজবুত হবে এবং চুল পড়া কমে যাবে।। আর যদি কেশরাজ গাছের পাতা ত্বকে অ্যাপ্লাই করতে চান তাহলে কেশরাজ গাছের পাতা পেটে তার মধ্যে কফি গুরো লেবুর রস এবং মধু ব্যবহার করুন এতে ত্বক আরো টানটান উজ্জ্বল ও ফর্সা হবে।
কেশরাজ গাছ চেনার উপায়
অনেকে জিজ্ঞাসা করেন কেশরাজ গাছ চেনার উপায় কি? কেশরাজ গাছ বাংলাদেশে একে অনেকে পলাশ এবং কেশর বলে চিনে। কেশরাজ গাছ আয়ুর্বেদিক গাছ হিসেবে পরিচিত কেশরাজ গাছের উপকারিতা অনেক এই গাছ চুলের জন্য এবং ত্বকের জন্য খুবই উপকারী। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই গাছ চেনার উপায় কি?
আমাদের আশেপাশে অনেক জায়গায় কেশরাজ গাছ দেখতে পাওয়া যায় কিন্তু আমরা হয়তো অনেকেই চিনি না এটি আসলে কি গাছ? কেশরাজ গাছ চেনার উপায় হল এর উচ্চতা ,পাতা, ফুল এবং ফল দেখে। কেশরাজ গাছ সাধারণত ১২ থেকে ১৫ সে. মিটার পর্যন্ত লম্বা হতে পারে। কেশরাজ কাজকে আমরা অনেকেই লম্বাটে গাছ হিসেবে চিনি। কেশ রাজ গাছ চেনার কয়েকটি উপায়-নিচে ব্যাখ্যা করা হলো দেখে নিন।
উপায় ১
কেশরাজ গাছের পাতা চওড়া এবং বড় বড় আকৃতির হয়ে থাকে। এই গাছের একটি পাতায় সাধারণত ১৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে আর এই পাতার রং সামান্য কালচে ধরনের। কেশরাজ গাছের পাতা অন্যান্য পাতা তুলনায় অনেকটা লম্বা এবং বড় হয়ে থাকে। যা দেখে চিনা সম্ভব যে এটি আসলে কেশরাজ কাজ।
উপায় ২
কেশরাজ গাছের ফুল গুলো দেখতে খুবই সুন্দর এবং এই ফুল গুলো দেখতে লাল রঙের হয়ে থাকে এই ফুলগুলো খুবই ছোট প্রকৃতির এবং দেখতে ডালিমের বিচির মত। কেশরাজ গাছের ফুলগুলো গুচ্ছ ভাবে জন্মায়। অর্থাৎ একসাথে অনেক থোকা ফুল জন্মে। যে গাছের পাতাগুলো অনেক বড় বড় এবং ছোট ছোট থোকা থোকা ফুল দেখা যায় এই গাছটি হল কেশরাজ গাছ।
উপায় ৩
কেশরাজ গাছের ছাল বাদামী রংয়ের এবং মসৃণ প্রকৃতির হয়ে থাকে এই গাছের ছাল গুলো কিছুটা কুচকে ধরনের হয়। কেশরাজ গাছ খুব বেশি লম্বাটে প্রকৃতির হয় না এরা সাধারণত ১২ থেকে ১৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের পাতাগুলো বিশাল আকৃতির হয়ে থাকে। তাই কেশরাজ গাছকে সহজে চিহ্নিত করা যায়।
উপায় ৪
কেশরাজ গাছের শিকড় অতি শক্ত প্রকৃতির হয়ে থাকে এবং এরা মাটির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কেশ রাজ গাছের শিকড় মাটির গভীর পর্যন্ত বিস্তৃত থাকে। এছাড়াও কেশর গাছ গাছ চেনার আরো অন্যতম একটি উপায় হল এই গাছের রস অতী আঠালো প্রকৃতির হয়ে থাকে এবং এই গাছের রস ঔষধি গুনাগুনে ভরপুর। কেশরাজ গাছের রস সাদা রংয়ের এবং আঠালো প্রকৃতির হয়ে থাকে।
উপায় ৫
কেশ রাজ গাছ চেনার আরো অন্যতম একটি উপায় হল কেশরাজ গাছের শাখা থেকে দীর্ঘ পত্র বৃন্ত পর্যন্ত যুক্ত থাকে। কেশরাজ গাছের ফল সিমের বিচির মত হয় এবং এই গাছ শুধুমাত্র উষ্ণ এবং আর্দ্র পরিবেশের জন্মায়। কেশরাজ গাছ অধিকাংশ ক্ষেত্রেই পশ্চিম কিংবা পূর্ব দিকে বেশি দেখা যায়। কেশরাজ গাছের এক সুগন্ধি রয়েছে যা থাকে অন্যান্য গাছ থেকে পৃথক করে রাখে।
প্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন কেশরাজ গাছ চেনার উপায় সম্পর্কে। কেশরাজ গাছের বৈশিষ্ট্য গুলো অন্যান্য গাছে তুলনায় অনেকটা ভিন্ন যা দেখে বোঝা যায় কোনটি কিসের আছে কাজ। কেশরাজ গাছ চেনার অন্যতম দুইটি উপায় হল এই গাছের পাতা বিশাল প্রকৃতির হয়ে থাকে এবং এই গাছ থেকে আঠালো সাদা রঙের রস বের হয়।
কেশরাজ গাছের ক্ষতিকর দিক
ওপরে আমরা এতক্ষন দেখলাম কেশরাজ গাছের উপকারিতা এবং এই গাছ চেনার উপায় কি তবে আপনারা অনেকে হয়তো জানেন না অতিরিক্ত কেশরাজ গাছ ব্যবহার করার ফলে কিছু সম্ভাব্য ক্ষতির সম্মুখীন হতে হবে যেমন এনার্জি সমস্যা পেটের সমস্যা ইত্যাদি।
অতিরিক্ত কেশরাজ গাছের রস পান করার ফলে পেটের সমস্যা অথবা ডায়রিয়া হতে পারে কেশরাজ গাছের পাতা এবং শিকড়ে এমন কিছু উপাদান রয়েছে যা পেটের অস্বস্তি এবং পেট ব্যাথা সৃষ্টি করে।। কেশরাজ গাছের রস অতিরিক্ত পান করার ফলে শ্বাসনালীতে সমস্যা তৈরি হতে পারে যার ফলে শ্বাসকষ্ট তৈরি হবে।
কেশরাজ গাছের রস অতিরিক্ত পান করার ফলে শরীরে এলার্জি প্রতিক্রিয়া বেড়ে যাবে এবং চুলকানি ও লাল লাল ফুসকুড়ি তৈরি হবে তাই অতিরিক্ত কেশরাজ গাছের রস পান করা থেকে বিরত থাকতে হবে। কেশরাজ গাছের পাতা এবং ফুলের রস থেকে কিছু প্রোটিন পাওয়া যায় যা ত্বকে এবং চোখে এলার্জি সৃষ্টি করে কেশরাজ গাছের রস পান করার ফলে অতিরিক্ত চোখে চুলকানি অনুভূত হবে।
লেখকের শেষ মন্তব্য
সুপ্রিয় পাঠক বৃন্দ আজকের এই প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় ছিল কেশরাজ গাছ এর উপকারিতা কেশরাজ গাছ চেনার উপায় এবং কেশরাজ পাতার উপকারিতা কি কি। আজকের এই আর্টিকেলে কেশরাজ গাছের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করেছি।
আপনারা অনেকেই হয়তো জানেন না কেশরাজ গাছের ক্ষতিকর দিক সম্পর্কে কেশরাজ গাছের রস অতিরিক্ত পান করার ফলে শরীরে এলার্জি সমস্যা তৈরি হবে পাশাপাশি গর্ভকালীন সময়ে যদি অতিরিক্ত কেশরাজ গাছের পাতার রস পান করা হয় তাহলে গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে।
কেশরাজ গাছ ত্বকের জন্য এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী বিশেষ করে কেশরাজ কাজ চুলের জন্য উপকারী কে সিরাজ গাছের পাতা চুলে ব্যবহার করার ফলে দ্রুত চুল পড়া সমস্যা বন্ধ হয় চুলের গোড়া মজবুত হয় এবং চুলের ভঙ্গুরতা কমে যায়। অনেকে জিজ্ঞাসা করেন কিভাবে চুলের যত্নে কেশরাজ পাতা ব্যবহার করতে হবে?
চুলের যত্নে কেশর আজ পাতা ব্যবহার করার নিয়ম সম্পর্কে জানতে এই প্রতিবেদনটি সম্পন্ন দেখে নিন। আশা করছি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা সকলে বুঝতে পেরেছেন কেশরাজ গাছের উপকারিতা এবং ক্ষতিকর দিক সম্পর্কে।
ড্রিমার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url