Terms & Condition
"নিজে জানুন, এবং অন্যকে জানান" এই শ্লোগান নিয়েই আমাদের ব্লগে পথচলা।
ইন্টারনেট ও তথ্য-প্রযুক্তি সংস্লিষ্ট লেটেস্ট আপডেট নিজে জানুন এবং,
অন্যকে জানান।
এই আর্টিকেলটি মুলত সমকালীন বিষয়ভিত্ত্িক তথ্য নিয়ে। আমার এই ওয়েবসাইটটি মূলত সবাইকেই বিভিন্ন ধরনের নতুন অজানা তথ্য দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করেছি। সেজন্য আপনারা যদি আমার এই ওয়েবসাইট থেকে নতুন কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই তা অন্যজনকে জানার সুযাগ করে দিবেন। আমি নিম্নলিখিত কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম, এই সমস্ত বিষয় গুলো খেয়াল রেখে পােস্ট এবং মন্তব্য করার নির্দেশ দেওয়া হল সবাইকে।
১। www.dreamerit.com এই ওয়েবসাইটে প্রকাশিত প্রত্যেকটি আর্টিকেলের স্বত্বাধিকারী কেবল মাত্র
www.dreamerit.com ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রকাশিত কোন আর্টিকেল অথবা পেইজের পোস্ট সম্পূর্ণভাবে কপি করে অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণভাবে নিষেধ।
২। এই ওয়েবসাইটে সকল প্রকাশিত আর্টিকেল গুলি অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন বাংলা অথবা ইংরেজির সাের্স থেকে মুলত ভাবানুবাদ করে লেখা হয়েছে। সেজন্য কোন কোন আর্টিকেল কখনাে কাকতালীয়ভাবে সাের্সের সঙ্গে সরাসরি ভাবে মিলে যেতে পারে । তাই আর্টিকেলটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও প্রকাশিত হোক সেটা যদি আপনি না চেয়ে থাকেন, তাহলে ওয়েবসাইটের এডমিনকে অবহিত করবেন।
৩। এই ওয়েবসাইটের প্রত্যেকটি আর্টিকেল আমার নিজের লেখা। আমি নিজেই অনেকে রিসার্চ করার পরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে লিখেছি। যদি কাকতালীয়ভাবে কোন লেখা কারাে সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই দয়া করে আমাকে জানানাের চেষ্টা করবেন। সেই অংশটুকু আমার আর্টিকেল থেকে ডিলেট করে দিব।
৪। যেহেতু এই ওয়েবসাইটে প্রত্যেকটি আর্টিকেল আমার নিজের লেখা, সেহেতু এই লেখা গুলি অথবা তথ্য গুলি কেউ কোনােভাবে কপি করত পারবে না। কিন্তু আমি যদি বুঝতে পারি আমার লেখাগুলাে কোনভাবে কেউ কপি করেছে তাহলে অবশ্যই আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।
৫। অহেতুক ভাবে বাংলা ইংরেজি মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে কিংবা বাংলা ভাষায় অহেতুক বিকৃত করে কোন ধরনের আর্টিকেল লিখা যাবে না। কিন্তু প্রয়ােজনে বাংলা ইংরেজি মিশ্রিত করে আর্টিকেল লিখা যাবে।
৬। টেকনিক্যাল টার্মগুলো অহেতুক বাংলা প্রতিশতী ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। টেকনিক্যাল টার্মগুলো লিখার ক্ষেত্রে সেগুলি ইংরেজি হরফ কিংবা বাংলাতে উচ্চারণ লেখার চেষ্টা করুন।
৭। বিভিন্ন ধরনের সফটওয়্যারের সিরিয়াল, ক্রাক, কীজেন ইত্যাদি বিষয়ে কোনাে প্রকার আর্টিকেল করা যাবে না। এই সকল আর্টিকেল আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার জন্য আগ্রহী নয়।
৮। সাইবার ক্রাইম, সেক্সুয়াল, হ্যাকিং এবং ফিশিং ইত্যাদি বিষয়ে কোনো প্রকার আর্টিকেল করা যাবে না। এই সকল আর্টিকেল আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার জন্য আগ্রহী নয়
৯। নিজের লেখা নয়, অন্যের ব্লগ বা ব্লগারের হবহু লেখা অথবা কপি পেস্ট করার মাধ্যমে নিজের নামে আর্টিকেল লেখা কখনােই চালানাে যাবে না। কপি এবং কপি পেস্ট থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করুন।
১০। পয়েন্ট এবং রেভিনিউ বাড়ানাের উদ্দেশ্যে টিউনে কোন ধরনের এফিলিয়েট ফাইল হােস্টেল লিংক এর পাশাপাশি এফিলিয়েট ফাইল হোস্টিং লিংক দিয়ে করা শর্ট লিংক ব্যবহার করা একেবারেই নিষেধ। গেমস, সফটওয়্যার অথবা অন্য যেকোনাে ধরনের কিছু রিভিউয়ের জন্য এর মুল প্রোডাক্ট পেজের লিংক দেওয়ার চেষ্টা করবেন। আর যদি সেটা আপনার সম্ভব না হয়ে থাকে তাহলে নন এফিলিয়েট ফাইল হােস্টিং ব্যবহার করার চেষ্টা করুন।
১১। শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে, জনস্বার্থে নয় এমন কোন ধরনের বিজ্ঞাপনী মূলক আর্টিকেল প্রকাশ করা যাবে না। যেকোনাে প্রতিষ্ঠানের বা পণ্যের উদ্দেশ্যে ও কার্যক্রমের সঠিক এবং পণ্য বিবরণ দিয়ে আর্টিকেল পাবলিশ করা যাবে।
১২। অনৈতিক, অশ্লীল এবং কপিরাহইট আইন ভঙ্গ করে, এমন কোন প্রকার ইমেজ তথ্য এবং লেখা প্রকাশ করা একেবারেই যাবে না। তাছাড়া ধর্ম ও ধর্মগ্রন্থের বাণী এবং সামাজিক প্রেক্ষাপটকে আঘাত করে, এমন কোন প্রকার বিষয় নিয়ে আর্টিকেল লেখা যাবে না কিংবা এ সকল ধরনের কোন লিখা আর্টিকেলের মধ্যে রাখা যাবে না।
ড্রিমার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url